প্রপাগান্ডা বা দলীয় প্রচার নতুন কিছুই নয়। হিটলার, স্টালিন আর মাও সেতুংয়ের মতো অত্যাচারী শাসকেরা এই প্রপাগান্ডার হাতিয়ার ব্যাভহার করেছে বার বার।
অত্যাচারী বা স্বৈরাচারী শোষক-শাসকদের প্রপাগান্ডার উদ্দেশ্য মূলত তিনটি।
১। তাদের নেতাদের গুন-কীর্তন করা
২।
তাদের দলীয় ক্যাডার আর মেম্বারদেরকে প্রেরণা যোগান
৩। তাদের বিপক্ষের বা বিরোধী দলীয় নেতাদেরকে দৈত্যের মত মানুষের কাছে উপস্হাপন করা।
মজার ব্যাপার হলো বর্তমানে আমাদের সোনার বাংলাদেশে - আমাদের আস্হাবান আওয়ামী সরকার যা করছে তার যেন কেমন একটা হুবুহু মিল রয়েছে উপরের নমুনাগুলোর সাথে।
আমাদের আওয়ামী বাকশালী সরকার অত্যাচারী বা স্বৈরাচারী - তা ভাবতেও আমাদের জাতির পিতার রুহ মোবারক কষ্ট পাবে। আমাদের জাতির পিতার সুযোগ্য কন্যা - যিনি তার সারাটা জীবন বিলিয়ে দিয়েছেন সর্বহারা বাংগালিদের জন্য; রাজনীতি করছেন কেবল অসহায় মজলুমদের জন্য - তার সরকার অত্যাচারী! না, ভাবতেও খারাপ লাগে।
কিন্ত জাতির পিতার কন্যার জীবনটা বাংগালিদের জন্য না হয়ে যদি হয় অন্য কোন নিচক উদ্দেশ্যে - রাজনীতি যদি মজলুমদের জন্য না হয়ে হয় নিজের পরিবারের পকেট গরম করার জন্য - তাহলে তার সরকার অত্যাচারী বা স্বৈরাচারী হবে সেটাই স্বাভাবিক। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।