আমাদের কথা খুঁজে নিন

   

অত্যাচারী শাসকের অত্যাচারে আপনি হতাশ ??

দুর্বার প্রতিক

মানুষ মাত্রই হতাশায় ভুগে :- পরিবার নিয়ে হতাশ, দেশ নিয়ে হতাশ, নিজের ক্যারিয়ার তৈরিতে হতাশ, হতাশ দলের/সমাজের/পরিবারের মানুষদের মৃত্যুতে বা অত্যাচারী শাসকের অত্যাচারে কিংবা তা প্রতিহততে, সামাজিক অনাচারে, হতাশ পয়সা কামানোতে এবং আরো হতাশ এই জীবনকে নিয়ে নানা কারণে ও অকারণে, ক্ষতিতে কিংবা হারানোতে । আমাদের কাছে হতাশাগ্রস্থ কোনো ব্যাক্তির আগমন ঘটলে আমরা তাকে কতসহজেই "ধৈর্য্য ধারণ কর" বলে উপদেশ দিয়ে "মাঝি পার কর তরী" তে সন্তুষ্ট প্রকাশ করি, অথচ "ধৈর্য্য ধারণ কিভাবে করতে হবে" সেটা বলে দিতে ব্যর্থ । হয়তো আমাদের উপদেশে হতাশাগ্রস্থ ব্যক্তিও মনে মনে বলে ওঠে :- " মনু, হেইয়া তুইম্মে কেইম্বে বুইঝবা মোর কৈষ্ট, আল্লাহই তো তুম্বে ভালা রাখসে" !!! আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি :- "সফলতা আসে আল্লাহর কাছ থেকে", অনুরপভাবে নানা ব্যর্থতা দিয়ে আমাদের কিছু কর্মানুভুতি আনিয়ে/ জানিয়ে / স্বরণ করিয়ে দেওয়া হয় । আল্লাহর তাআলা নিজেই আমাদের হতাশা থেকে উত্তরণের পথ দেখিয়ে দিয়েছেন : "যদি তুমি শুকরিয়া জ্ঞাপন কর আল্লাহর ( যাই তোমাকে দেওয়া হলো সেগুলোর জন্য) অতি ক্ষুদ্র পরিমানের হলেও, তাহলে তিনি অবস্যই এবং অবস্যই তোমাকে আরো এবং আরো দিবেন এবং তিনি তোমার অভাবকে পূরণ করে পূর্ণতা দান করে দিবেন" (মুসা (আ )। ‘যদি তোমরা আমার নে‘মতের কৃতজ্ঞতা স্বীকার কর, তাহ’লে আমি অধিক পরিমাণে প্রদান করব।’- (ইবরাহীম ৭) তাই, হতাশা থেকে উত্তরণের পথ ধৈয্য, তবে ধৈর্য্য থেকে উত্তরণের পথ "শুকরিয়া জ্ঞাপন" :- এই দুনিয়াতে যাই হচ্ছে , সবই আল্লাহর পরিকল্পনা অনুযায়ী , তাই শুকরিয়া তাহারই প্রাপ্য । Alhamdulillah Yaa Rab, Alhamdulillah Ya Malik, alhamdulillah for everything

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.