কাজল আব্দুল্লাহ্ এর ব্লগ
সরকার এই পরিমাণ ভালনারেবল হলে যু্দ্ধাপরাধীদের বিচার করবে কেমনে? এই সরকার আসার পরে লালন ভাস্কর্য ভাঙলো এখন ফেসবুক বন্ধ করেছে। মনে তো হয় আমরা বাংলাদেশে নাই, পশ্চিম পাকিস্তানের পরে এবার পূর্ব পাকিস্তানে(!)ও ফেসবুক বন্ধ করা হল।
সরকারের তো তাইলে ইয়ং ভোটারদের এভাবে ডিজিটাল বাংলাদেশের মিথ্যা প্রলোভন দেখানো ঠিক হয় নাই। সরকার মামা তো বুঝতাছে না এই তরুণ ভোটারগুলারে খেপাইলে সরকার শেষ।
তবে আশার কথা, অলরেডী প্রতিবাদ শুরু হয়ে গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজ রাত ১২ টায় রাজু ভাস্কর্যের সামনে ফেসবুক বন্ধের প্রতিবাদে ব্যাপক প্রতিবাদ কর্মসূচী পালন করেছেন। এবং হুশিয়ারি দিয়েছেন অবিলম্বে ফেসবুক চালু না করে দিলে আগামী কাল থেকেই ঢাবি শিক্ষার্থীরা মানববন্ধনসহ নানা আন্দোলনে যাবে।
ঢাবির এই প্রতিবাদ কর্মসূচী সম্পর্কে জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।
Click This Link
দ্রুত ফেসবুক চালু করার দাবি জানিয়ে শিক্ষার্থীদের একটি দল ঢাবি উপাচার্যের সাথেও সাক্ষাত করেছে। এর তাদের দাবির কথা উপাচার্যকে জানিয়েছেন।
এখন শুধু ঢাবিতে প্রতিবাদ করলেই হবে। সমগ্র দেশের শিক্ষার্থীরা এক হন। আসেন গণতান্ত্রিক দেশে স্বৈরতন্ত্রের প্রতিবাদ করি এবং আমাদের মত প্রকাশের অধিকার ফিরিয়ে আনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।