একটি গণতান্ত্রিক দেশের মূল কাজ হচ্ছে জনগণের মতে চলা, জনগণ যা চায় সব সিদ্ধান্ত সেভাবে নেয়া। অথচ আজ এতগুলো দিন ধরে হাজার হাজার লোক ১টা দাবী করে যাচ্ছে যা কিনা দেশেরই স্বার্থে এবং দেশের কলঙ্ক মিটাতে, সেই ফাঁসির রায় টা দিতে এতদিন অপেক্ষা করা কেন লাগছে বুঝলাম না। এতগুলো মানুষ দিনরাত কষ্ট করে যাচ্ছে সব কাজ বাদ দিয়ে অথচ তার যেন কোন মুল্যই নেই! এটাকে কোন দিক থেকে ১টা গণতান্ত্রিক দেশ বলা হয়?! উল্টা নাস্তিক উপাধি দিয়ে এদের আন্দোলন কে দেশের কিছু সাধারণ মানুষের কাছে খারাপ ভাবে দেখানো হচ্ছে। আর আসল ঘটনা না জেনে সেই মানুষগুলোও তাই বিশ্বাস করা শুরু করেছে। আরে যদি এই আন্দোলনকারীরা নাস্তিক হয়েও থাকে তবে সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটার সাথে যারা শতাধিক নিরীহ মানুষ কে হত্যা করেছে তারা কোনভাবেই তুলনার যোগ্য না। আর যারা নাস্তিক বলে নিজেদের কে সাধু সাজাচ্ছে তারা তো আরও বড় ধর্ম বিরোধী যার প্রমাণ তারা মসজিদ এ হামলা করে দেখিয়ে দিয়েছে। ধিক্কার দিতে ইচ্ছা করছে এই দেশের সরকারকে যাদের রাজনৈতিক ভাবতত্ত নাকি একটি গণতান্ত্রিক দেশ গড়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।