আমাদের কথা খুঁজে নিন

   

মোটর সাইকেল এর ব্লু বুক (রেজিঃ সনদ) সংগ্রহ

আপনার কাছে যদি রেজিঃ আবেদন পত্রের একনলেজমেন্ট পেপার থাকে এবং ব্লু বুক (রেজিঃ সনদ) এখনো সংগ্রহ না করে থাকেন তাহলেঃ আপনার অরিজিনাল রেজিঃ আবেদন পত্রের একনলেজমেন্ট পেপারটি নিয়ে বিআরটি এ যেয়ে ৩তালায় রুম নং-৩১৭ এ চলে যাবেন। আপনার রেজিঃ আবেদন পত্রের একনলেজমেন্ট পেপারটি নিয়ে আপনাকে রেজিঃ সনদ প্রদান করবে এবং আপনাকে ৩১৬ নং রুমে (পাশের রুমে) যেতে হবে। সেখানে আপনি পাবেন কর পরিশোধ সনদপত্র। এর পর আপনাকে যেতে হবে ৩০১ নং রুমে। সেখান থেকে একজন কর্মকর্তা কর পরিশোধ সনদপত্রে স্বাক্ষর করে সিল দিবেন। ব্যাস হয়ে গেল, পেয়ে গেলেন আপনার মুল্যবান ব্লু বুক (রেজিঃ সনদ)। আমি আজ আমারটি পেলাম, বিআরটি অফিসের যে অবস্থা, সঠিক তথ্য পাওয়া যায়না কোথাও। তাই শেয়ার করলাম, যদি কারো উপকারে আসে। ধন্যবাদ, ভালো থাকবেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।