আমাদের কথা খুঁজে নিন

   

নিষিদ্ধ হল মোটর সাইকেল!

সম্প্রতি ইয়েমেনের রাজধানী সানায় মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আজ রবিবার থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানীতে সন্ত্রাসী হামলা ঠেকানোর কর্মসূচির অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ক্ষমতা হস্তান্তরবিষয়ক জাতীয় সংলাপ উপলক্ষ্যে এ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বলবত থাকবে।

ইয়েমেনে ট্যাক্সি ভাড়া বেশি হওয়ার কারণে মোটর সাইকেলের ব্যবহার তুলনামূলক বেশি। বিশেষ করে রাজধানীতে এ যানটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

এদিকে, সন্ত্রাসী হামলার কাজেও মোটর সাইকেলকে ব্যবহার করা হয়। চলন্ত অবস্থায় গুলি চালিয়ে সহজে পালিয়ে যাওয়ার জন্য মোটর সাইকেল ব্যবহার করে সন্ত্রাসীরা। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.