আজকে সকালে বনানী ১১ নং রোডে সার্জেন্ট ইশারা করলে থামাই, আমার কাগজপত্র দেখে সে এরপর আরও একটা বাইক থামায় বাইকের নম্বর প্লেটে নিচের স্টিকার AFR এবং তার উপরে SATV এর স্টিকার লাগানো, সার্জেন্ট SATV দেখে ছেড়ে দিলে আমি প্রশ্ন করি,
"ভাই আমরা ২০০০০ টাকা খরচ করে নম্বর রেজিস্ট্রেশন করি আর নন রেজিস্ট্রার্ড বাইক ছেড়ে দিলেন! কেন?"
সার্জেন্ট বললেন, "ভাই এদের আটক করলেই মিডিয়া থেকে আমাদের উপরের লেভেলে চাপ দেয় এবং আমাদের চাকরী নিয়ে টানাটানি শুরু হয়ে যায়।"
এখন আমার প্রশ্ন সন্ত্রাসী এবং ছিনতাইকারী যদি এখন এভাবে স্টিকার লাগিয়ে অপরাধ করে তাহলে তো প্রশাসন কিছুই করতে পারবে না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।