আমাদের প্রায় স বার যোগসূত্র গ্রামে। শহরে যেখানে সুযোগ সুবিধা বেশী থাকার কথা, আর আমরা যা পাচ্ছি তা' আমরা জানি। সেখানে গ্রামের অবস্হা সহজেই অনুমান করা যায়। তারপরও কিছু কিছু উন্নয়ন কাজ চলছে। লাগছে পরিবর্তনের হাওয়া।
২০০৯ সালে 'বায়োগ্যাস ভিলেজ' কার্যক্রম শুরু হয়, এবারে আরম্ভ হলো 'বায়োগ্যাস ইউনিয়ন'। গতকাল ২৮শে মে থেকে উদ্বোধন হলো ২য় বায়োগ্যাস সপ্তাহ-২০১০। পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নে। কার্যক্রম চলবে ৫ই জুন পর্যন্ত। ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস।
বায়োগ্যাস ভিলেজঃ কোন গ্রামে ৩০টি বায়োগ্যাস প্ল্যান্ট স্হাপন করা হলে তাকে বায়োগ্যাস ভিলেজ বলা হয়। এ পর্যন্ত এমন ১২ টি হয়েছে। এ বছর চিন্তা এমন আরো ২০ টি করার। গত বৎসর ময়মনসিংহের হালুয়াঘাটের টিকুরিয়া গ্রাম থেকে শুরু হয়েছিল।
বায়োগ্যাস ইউনিয়নঃ একটি ইউনিয়নে ১০০টি বায়োগ্যাস প্ল্যান্ট স্হাপন করা হলে তাকে বায়োগ্যাস ইউনিয়ন বলা হবে।
সব জায়গায়ই বিকল্প জ্বালানী খুঁজতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।