বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
মারাদোনাই সেরা । সে যখন বল নিয়ে এগিয়ে যেত তখনই একের পর এক ফাউল করত প্রতিপক্ষরা । কৌশলী খেলোয়াড় না হলে সে পা ভেঙ্গে মাঠের বাইরে থাকত ।
মারাদোনার অবিশ্বাষ্য গোল এখনও সেরা ।
মারাদোনা কেন সেরা?
বল পেলেই যে শুধু প্রতিপক্ষ খেলোয়াড়ের রোষানলে পরত ।
মারাডোনাকে এমন সূক্ষ্ণ ফাউল করা হত যেখানে পায়ে বা গোড়ালীতে আঘাত করা হত । যা খেলোয়াড়দের মারাত্নক রকমের ফাউল এতে খেলোয়াড় জীবনের সমাপ্তিও ঘটতে পারে !
নাপলীর হয়ে যেভাবে সুন্দর করে দলের খেলোয়াড়কে বল পাস দেন গোল করার জন্য
নীচের ভিডিওটিতে পাব যে, কিভাবে মারাডোনাকে কতভাবে ফাউল করা হয়েছে তবুও সে পেলের মত মুখ থুবড়ে পরে যায় নি বরং বল নিয়ে এগিয়ে গিয়েছে । তবে পিছন থেকে গোড়ালির দিকে আঘাত করলে বার কয়েক সে প্রচন্ড আঘাত পেয়ে পড়ে যায় যা সবারই হবার কথা । কিন্তু বেশীরভাগ সময় সে স্লাইডকে উপেক্ষা করে ঝড়ের বেগে বল নিয়ে গোল দিয়েছে যা পেলে পারে নি ।
তার ডান পায়ের জায়গায় বাম পায়ের কিক করার কৌশন অকল্পনীয় যেখানে পেলে কিচ্ছু না ।
আর প্রতিপক্ষকে বল নিয়ে নাজেহাল করে ক্লান্ত করে দিয়েছে । এই ভিডিওটিতে তাও দেখব । এই ভিডিওটি বার্সেলোনার হয়ে যখন খেলছিল তখন ।
মারাডোনা এমনকি পৃথিবীর একক সর্বসেরা গোল এর ধারে কাছেও পৌছতে পারে নি পেলে কি রোমারিও কি অন্য কোন খেলোয়ারও
যেখানে মেসী উত্তরসূরীহিসেবে একক সর্বসেরা গোল এর পুনরাবৃত্তি করে
মারাডোনার অবিস্মরণীয় গোল
যেখানে মেসী উত্তরসূরী হিসেবে অবিস্মরণীয় গোলটির পুনরাবৃত্তি করে
BBC Best 10 goals of World Cup এ মারাডোনাকে ২য় সেরা গোল রাখা হয় আর কালোর্স কে ১ম রাখা হয় যদিও বাস্তবে কালোসের গোল থেকে মারাডোনাকে সেরা লেগেছিল কারণ মারাডোনা একাই গোল করেছে বলতে গেলে আর কার্লোস সাহায্য পেয়েছিল দলের সতীর্থদের কাছ থেকে । এইখানে দুইটা গোলও হজম করে ১৯৯৮ সালের বিশ্বাকাপে ।
আর ১০ নম্বরে পেলের গোল আছে ।
----------------------------------------------
---------------------------------------------
আর পেলের প্রতি ফাউলগুলো হল খুবই সাধারণ শার্ট ধরে টানাটানি বা নিয়ম মোতাবেক সামনে থেকে পাশ থেকে স্লাইড দিয়ে ফেলে দেওয়া । আর পেলে এত শক্ত সামর্থবান ছিল না মারাডোনার মত । আর তাই প্রায়ই মাঠের বাইরে চলে যেত সামান্য স্লাইড ডিফেন্স এর কারনে ।
আর পেলের সেরা খেলাগুলোর গোল
পেলে কিছু অসাধারণ গোল করে, খেলা দেখায় তবে তা অবশ্যই মারাডোনার সাথে সমুতুল্যর পর্যায়ে পরে না ।
এইখানে প্রায়ই পেলে মাঠের বাইরে চলে যায়, কারণ সে এতটাই দূবর্ল যে প্রতিপক্ষের আক্রমণ সহ্য করতে পারে নাই, যেখানে মারাডানো খুবই শক্তির ও ক্ষিপ্রতার পরিচয় দিয়েছে ।
পেলে বনাম মারাডোনায় ,, মারাডোনা জিতেছে কারণ পেলে ক্ষিপ্রতার সাথে কৌশলতার মিলন ঘটাতে পারে না । যা মারাডোনা সুন্দর শৈল্পিকভাবে পারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।