বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility
মারাডোনাই সেরা ।
একটা জিনিস কিন্তু অনেকেই খেয়াল করে নাই ।
খেলার সময় যাকে আক্রমনাত্নক মনে করা হয়, তাকেই আটকানোর চেষ্টা করা হয় , যেভাবে হোক ।
সে ক্ষেত্রে পেলের খেলা আমি দেখেছি, সেই সাথে মারাডোনারও ।
আমি প্রমাণ নিয়ে দেখাতে পারি, সাথে ভিডিও ফুটেজ সহ, খেলার সময় কাকে সবচেয়ে বেশী কারণে অকারণে বাধাঁ দেওয়া হয়েছে ?
সে হল মারাডোনা , কিন্তু পেলেকে এরকম বাধা দেওয়া হয় নাই, যেরকম এক ম্যাচের মধ্যে শুধু একজনকেই টাগের্ট করা হয় ।
ব্লগ এ এমন কে আছেন যে, বলবেন চিতকার করে পেলে সেরা
হ্যাঁ এটা স্বীকার করি, পেলে যে সময় খেলেছিলেন, ঐসময় টেকনিক সম্বিলিত খেলোয়াড় আর ছিল না ।
পেলে বলতে গেলে সুবিধা পেয়েছেন । তবুও তিনি সাফল্য কে পেয়েছেন ।
কিন্তু সমস্যা মারাডোনাকে নিয়ে 94 এর বিশ্বকাপে এভাবে যদি না যেতেন আর যদি ফিফা অসহযোগীতা না করত, অবশ্যই মারাডোনা ফুটবলের বিশ্বকাপে শ্রেষ্ঠ তারকা হত । তার গতির সাথে আর একক ড্রিবলিং এর কৌশল পেলেও ছিল কিন্তু মারাডোনা সে দিক দিয়ে সবচেয়ে চাতুর্য পূর্ণ ছিল ।
পেলের ভাগ্যে বিশ্বকাপ ছিল বিধায়, তাকে নিয়ে ব্রাজিল এর এত নাম ধাম,
কোন খেলোয়াড় আছে, তার কারণে তার দল, দেশ, সারা বিশ্ব অনুপ্রেরণা পেত, কথায় না, কাজেও হয়েছে । পেলেও পারে নাই, সারা দল কে টানে ।
বাংলাদেশের এখন মানুষ শুধুমাত্র মারাডোনার কারণে আর্জেন্টিনাকে টানে । পেলেকে নিয়ে কেউ টানে না ব্রাজিলকে । ব্রাজিলকে টানে বর্তমানে সাফল্য এর ক্ষেত্রে ।
এটা তো গেল মনস্তাত্তি্বক ব্যাপার ।
কিন্তু বাস্তবেও কিন্তু ঠিক প্রস্তুতি ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে 3-1 গোলে পরাজিত করেছে । এটাও কিন্তু মারাত্নক অনুপ্রেরণা ।
আর কি চাই, মারাডোনার নিজের দোষের কারণে এই অবস্থা ।
আজও বিদেশে এদের হিস্ট্রি পড়ানো হয়, বিশেষ করে খেলোয়াড়দের ক্যাম্পিং এ, এখানে পেলে ও মারাডোনাকে জায়গা দিলেও তারা বলে ''পেলে যা পারে না তা মারাডোনা পারে, আর মারাডোনা যা পারে তাও পেলে পারে ''।
দুই জন কেই ''ফুটবল লিজেন্ড'' হিসেবে ধরা হয় । কিন্তু মারোডানার একক প্রচেষ্টার কারণে তাকে আলাদ চোখে দেখা হয় ।
আর তার(মারাডোনা) ট্রিকস গুলিই সবাইকে পরিচয় করিয়ে দিয়েছে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।