আমাদের কথা খুঁজে নিন

   

Blogger.com দিয়ে দিল ব্লগারদের নিজেদের মত করে ব্লগ ডিজাইন করার স্বাধীনতা তাও আবার সহজভাবে

ভালবাসি নিত্য নতুন প্রযুক্তিকে

আমরা কম বেশি সবাই ব্লগার ব্যবহার করি থাকি। কিন্তু একটা সম্যসা ছিল যে ব্লগার-এ 2 column layout, Background, text colour, font colour, headline design সহ আরও অনেক সুবিধা পাওয়া যেত না। যার কারণে আমাদেরকে ব্যবহার করতে হত অন্যদের তৈরি করা বিভিন্ন ধরনের Blogger Template. কিন্তু এখন আর ব্লগারদের এই ঝামেলা পোহাতে হবে না। কারণ Blogger.com দিয়ে দিল ব্লগারদেরকে নিজেদের মত করে ব্লগ ডিজাইন সাজিয়ে নেয়ার স্বাধীনতা। আসুন দেখে নিই কিভাবে --- আমরা হয়ত সবাই লক্ষ্য করেছি যে, আমরা যখন ব্লগার-এ লগ ইন করি তখন Layout এর বদলে Design লেখা আসে।

নিচের ছবিটি দেখুন -- এই ডিজাইন অপশন-এ ঢুকলে দেখা যাবে Template Design name একটি অপশন। নিচের ছবিটি দেখুন-- এখন Template design অপশন-এ ক্লিক করুন। করলে নিচের ছবিটির মত একটা স্ক্রীন আসবে এখন এখান থেকে আপনি আপনার মত করে আপনার ব্লগ ডিজাইন করে নিন। কি আছে এখানে ? ১। Template - এইখানে আপনি আপনার মত করে template দিতে পারবেন ২।

Background - এইখানে আপনি আপনার মত করে দুই ধরনের Background দিতে পারবেন। Image Background এবং Colour Background ৩। Layout - এইখানে আপনি ৩ ধরনের সুবিধা পাবেন। Body layout , Footer layout এবং Adjust width ৪। Advanced - এইখানে আপনি আপনার মত করে নিচের অপশনগুলো ব্যবহার করতে পারেন : Page text Backgrounds Links Blog Title Tabs Text Tabs Background Gadgets Images Accents Add CSS আরও বিস্তারিত দেখুন এইখানে


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।