চারদিকে রাতের পাহারা
লজ্জা কেন?
তোমার নগ্নতা ঢেকে দেবো
চুম্বনে, চোষণে
আলিঙ্গনে
মিছে কেন দূরত্বের সিঁড়ি ভাঙ্গো?
ধরা দাও কামতপ্ত
শরীর বন্ধনে।
পৃথিবীকে শোনাব আজ
শরীরে শরীরে বেঁজে উঠা
অশ্রুত সিম্ফনী
এসো সোনা আর সহেনা
চর্মে চর্মে
সুখের শতকিয়া গুনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।