আমাদের কথা খুঁজে নিন

   

সামনে বিসিএস চলেন অনলাইনে প্রস্তুতিটা সেরে নেই

আগামী ২৪ তারিখ এ ৩৪তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হবে, পরীক্ষার কোন প্রস্তুতি নাই, কি করি বই খুলে পড়তে লাগে না ভালো। কিন্তু পরীক্ষাটা দেয়া দরকার, সারাদিন পরে খাকি অনলাইনে, তো সেদিন মনে হল যদি এই অনলাইনে পরীক্ষার প্রস্তুতিটা সেরে নিতে পারতাম তাহলে মন্দ হত না। গুগুল মামার মাধ্যমে কিছুক্ষণ ভালো খোজাখুজি করলাম কিন্তু তেমন কোন সাইট চোখে পড়ল না যেটার মাধ্যমে একটা প্রস্তুতিটা সেরে নিতে পারব,যেই দুই একটা পাইলাম তেমন মনে ধরল না একটাও। হতাশ হলাম, তখন মনে হল কেমন হয় যদি শুধু চাকুরীর প্রস্তুতি নেওয়ার জন্য একটা ওয়েবসাইট বানালে? যেখানে অনুশীলন ও পাশাপাশি মডেল টেস্ট ও দেয়া যাবে। কয়েকটা বন্ধুর সাথে আইডিয়া শেয়ার করলাম তার সবারই আমার মত অবস্থা, সবাই বলল যে তারা পাশে আছে। মনে অনেক উৎসাহ নিয়ে কাজ শুরু করলাম ২ দিনেই দাড় করিয়ে ফেললাম একটা সাইট তারপর একটা ডোমেইন ও হোস্টিং কিনে সাইটটা অনলাইনে চালালাম ভালোই কাজ হল তারপর বন্ধুদেন দিলাম প্রশ্ন যোগ করা আর মডেল টেস্ট তৈরী করার কাজ তারাও চরম উৎসাহে কাজ শুরু করে ৫ দিনেই প্রায় ৮ টা মডেল টেস্ট ও ১০০০ এর উপরে প্রশ্ন যোগ করে ফেলল অনুশীলন করার জন্য( যেটা এখনও চলছে, আশা করি চলতেই থাকবে) তো এখন সময় মডেল টেস্ট দিয়ে নিজেকে প্রস্তুত করা, ভাবলাম শুধু আমরা কেনো আপনারাও আমাদের সাথে যোগ দিন মডেল টেস্ট দিন, বিভাগ অনুযায়ী অনশীলন করুন আর নিজেকে চাকুরীর পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলুন তাও আবার অনলাইনে বসেই। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে আমন্ত্রন জানাই http://www.jobtestbd.com মোবাইল বা ট্যাবলেট থেকেও সুন্দরভাবে মডেল টেস্ট দিন, বিভাগ অনুযায়ী অনশীলন করা যাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.