সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
বর্ষনের প্রতিক্ষায় শব্দচাষী
অচিনপুরের গগনে ওড়ে মেঘ দিগ্বিদিক
পরদেশের পরবাস, সে কি প্রায়শ্চিত্ত!
অপেক্ষার রাত্রির ভোর কতো দূরে আর
দিন কত বয়ে গেলো, ভাবে বর্ষন শুন্য
আকুল তৃষিত মানস-মৃত্তিকা ফেটে চৌচির
হৃদয়ের নরম পলিভুমিতে লু হাওয়া ওড়ে
নিদারুন দহনে দগ্ধ আবেগের শ্যামলিমা
বর্ণমালার কুঁড়ি ছড়ায়না শাখায়-ডগায়
ওঠেনা লাঙ্গলের ফলায় আর কোন শব্দ
ক্ষত বিক্ষত ছন্দ-মাত্রা অযাচিত কর্ষনে
অবুঝ অসহায় বোধনের ক্ষেত্র বোঝে
কতোটা অঝোর বৃষ্টির প্রয়োজন ইদানিং
এক পশলা বর্ষায় ফুটতো কাব্য-কুসুম
শুকনো মরাগাঙে ছন্দ ডাকতো বাণ
হে মেঘ, ফিরে এসো পূর্ণ শ্রাবনী রুপে
চিত্ত-ভুমি সিক্ত করো সজল বরষায়
ধুয়ে দাও তীব্র প্রখরতার বিদগ্ধ দাগ
সোঁদাল গন্ধে ভরে উঠুক ফসলী মাট
কবিতা-ভুমি জুড়ে শষ্যের আকাল পড়েছে
খরা পীড়িত অন্তর-দেশ মৃতপ্রায় হাহাকারে
ঘোর রুগ্নতা চির স্নিগ্ধতায় ভরবে বলে
বর্ষনের আকুল প্রতিক্ষায় এক শব্দচাষী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।