আমাদের কথা খুঁজে নিন

   

সাহায্যের আবেদন সাভার ভিক্টিম এতিম রিহানের জন্য এবং মহাসেন কবলিত গৃহহারা মানুষের জন্য।

আমি একটি শিশুর কথা বলব যে কথা বলতে পারে না। মাত্র ৭ মাস বয়স। এই বয়সে সে পাবে মায়ের অনেক স্নেহ, যত্ন, চর্চা; বাবার বুক ভরা ভালবাসা। ফুটফুটে শিশুর গায়ে যাতে মুখ না লাগে তাই মা টিপ পড়িয়ে রাখবে কাজল দিয়ে। কিন্তু না এমন কিছুই আর হবে না।

শিশুটি এতিম হয়ে গেল। কে তাকে আগলে রাখবে এখন। সাভার ট্র্যাজেডি তে তার মা-বাবা দুজনেই ইন্তেকাল করেছেন। কি হবে এই শিশুটির ভবিষ্যৎ ? তার সুন্দর জীবনের অধিকার কে নিশ্চিত করবে ? সময় এসেছে। সাভার ট্র্যাজেডিতে মানুষ বাঁচাতে আমরা যেভাবে সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম ঠিক সেভাবেই এখন আমাদের আবারও ঝাঁপিয়ে পড়তে হবে এই দুর্দশা মোকাবেলায়।

শিশুটির নাম রিহান। মাত্র ৭ মাস বয়স। আসুন আমরা এই শিশুর সুন্দর ভাবে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করি। আমাদের সামান্য সদিচ্ছা যথেষ্ট। আর এসবের পিছনে যে মানুষটা দিন-রাত ছুটে বেড়াচ্ছে, যার ২৪ টা ঘণ্টা শুধু রিহান এর চিন্তায়, এই শিশুর অধিকার সুনিশ্চিতে যে ঝাঁপিয়ে পড়েছে সেই মানুষ মুক্তার ইবনে রফিক।

এই ধরণের মানুষগুলাকে আসলে কিভাবে শ্রদ্ধা করতে হয় আমার জানা নাই। শুধু বুকের ভিতর এক অদ্ভুত ভালবাসা অনুভব করি। আসুন সাহায্যের হাত বাড়াই। বিকাশ নাম্বারঃ ০১৮১৬৩২০৭৩২ ব্যাংক একাউন্টঃ DBBL Minhaj uddin miran 110.101.259777 রিহানের ভবিষ্যৎ গড়ে দেওয়ার পরিকল্পনা এবং সবরকম তথ্যের জন্য বিস্তারিত দেখুন এখানে... Click This Link মহাসেন কবলিত এলাকায় সাহায্য প্রসঙ্গেঃ বরগুনা পটুয়াখালী এলাকায় অজস্র বাসস্থান ধ্বংস হয়ে গেছে মহাসেন এ। এই এলাকার মানুষদের বাসা ঠিক করার কাজ করছে Smile Foundation।

চাইলে সাহায্যের হাত বাড়াতে পারেন। প্রতিটি বাসার মেরামত এবং নির্ণের কাজের খরচ ৬,০০০ টাকার মত। বিস্তারিত জানতে Quazi Taif Sadat কে ফোন করুন 01711144179 নম্বরে। Smile Foundation , Premier Bank, Account Number : 149-131-000000-24 ওয়েব লিঙ্কঃ http://www.smilefoundationbd.org/ http://www.facebook.com/smilefoundation ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.