আমাদের কথা খুঁজে নিন

   

বিমানবন্দরে ৪৮০টি কচ্ছপ

তারা ভরা রাতের নিষাচর...

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রোববার রাতে ৪৮০টি কচ্ছপসহ পীর মোহাম্মদ নামের একজন ভারতীয় (তামিল) নাগরিককে গ্রেপ্তার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গ্রেপ্তার হওয়া পীর মোহাম্মদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় চোরাচালানের অভিযোগে ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা হয়েছে। মালয়েশিয়া এয়ারলাইনসের একটি বিমানে (এমএইচ ১৯৭) তিনি কচ্ছপগুলো নিয়ে মালয়েশিয়া যাচ্ছিলেন। দুটো হাতব্যাগের ভেতরে পুঁটলি বাঁধা অবস্থায় কচ্ছপগুলো ছিল। শুল্ক গোয়েন্দার শাহজালাল বিমানবন্দরের তত্ত্বাবধায়ক শামসুল ইসলাম খান প্রথম আলোকে জানান, রোববার রাত পৌনে ১০টার দিকে পরিদর্শক মুস্তফা জামালের সন্দেহ হলে তিনি ওই ব্যক্তির লাগেজ পরীক্ষা করে কচ্ছপগুলো পান। গ্রেপ্তার হওয়া ব্যক্তি সাম্প্রতি ছয় বার বাংলাদেশ সফর করেছেন বলে তাঁর পাসপোর্ট থেকে জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, ওগুলো বিরল প্রজাতির সোনালি রঙের (গোল্ডেন) ভারতীয় স্টার টার্টল। আজ সোমবার সকালে কচ্ছপগুলো বন বিভাগের রেঞ্জ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.