কাউকে বিদায় জানাতে প্রিয়জন বিমানবন্দরে সাথে যায়। বিমানবন্দরের অভ্যন্তরভাগে প্রবেশে কনকোর্স হল ফী দিতে হয়। ঢাকায় মাথাপিছু ২০০/- টাকা, বাহিরে ১০০/-। অনেকের পক্ষে এটা দেয়া সম্ভব নয়। বাড়তি ভিড়ের চাপ এড়াতে অভ্যন্তরভাগে প্রবেশে নিয়ন্ত্রণ রাখা, রক্ষণাবেক্ষণ ব্যয় তো আছেই, এজন্যই ফী।বিদায় জানাতে আপনজনরা পারলে প্লেনের কাছ পর্যন্ত যেতে পারলে খুশী হতো-বাস বা রেলগাড়ীর মতো।কিন্তু তাতো সম্ভব নয়! কনকোর্স হলের বাহিরে মনখারাপ করে দাঁড়িয়ে থাকা আপনজনদের সান্নিধ্য, সন্তানকে আরো কিছুসময় কোলে রাখা, আদর করতে পারা হ্য়তো যেতো, কিন্তু, বিদায় সেতো চোখের পানিতে দিতেই হয়, নিতেও হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।