গতকাল টিভি নিউজে দেখলাম শাইখ সিরাজ এর দাবী ‘কৃষি বাজেট আলাদাভাবে যেন কৃষিমন্ত্রী ঘোষনা করেন। ‘
ভাল লাগলো,খুব ভাল লাগলো শাইখ সিরাজ। আমার মনে হয় যারা দেখেছে অথবা শুনেছে এই খবরটা সবারই ভাল লেগেছে। যদিও এই দাবী ব্যাক্তি থেকে এসেছে,কিন্তু তা যে বাংলাদেশের সব কৃষকের পক্ষেই যাবে। অবাক করা এবং ভাল লাগার ব্যাপাড় হলো কি সরকারী দল কি বিরোধী দল কি সুশীল সমাজ সবাই এক বাক্যে এই প্রস্তাবনার পক্ষে কথা বলেছেন।
ভাল লেগেছে আরও এই ভেবে যে অন্তত এই ব্যাপাড়গুলোতে কেউই বিরোধীতা করে নাই। বরঞ্চ নতুন নতুন সম্ভাবনা এবং প্রস্তাবনা এসেছে সেই সভা থেকে।
কৃষি নিয়ে কেউই তেমন কথা বলেন না এই সময়ে। শুধু নামকওয়াস্তে কেউ কেউ বলেন। শাইখ সিরাজ অন্তত এই কৃষি এর ব্যাপাড়গুলোতে সবসময় সোচ্চাড়।
এই না হলে কি আর কৃষি আগায়,কৃষক রা নতুন নতুন পদ্ধতি জানতে পারে?জানি শাইখ সিরাজের এই কৃষি নিয়ে মাতামাতি বাংলাদেশের সব কৃষক মহলে এখনো পৌছায় নাই। তারপরও উনি যে পরিশ্রম আর নিষ্ঠা দিয়ে এখনো এই কৃষি নিয়ে সব কিছু,সব চিন্তা ছড়িয়ে দেয়ার চিন্তা করেন-করছেন তা এক বাক্যে যে কেউই সমর্থন করবেন প্রশংসার কাতারে।
খুব বেশি আমি কৃষি নিয়ে জানি না,কিন্তু আমি কেন যে কেউই জানে যে কৃষি এ দেশের জন্য কি রকম গুরুত্ব বহন করে,করছে। তাই এই সহজ-সরল,খেটে খাওয়া মানুষগুলোর যাদের গায়ে লেগে থাকে সারাক্ষন মাটি-সোদা মাটির গন্ধ,তাদের পক্ষে এরকম শাইখ সিরাজের মত গুনী লোকজন আরও এগিয়ে আসুক এই কামনাই আমি কেন মনে হয় সবাই করি। আর তাতেই আসবে উন্নতি,কৃষির উন্নতি।
সরকারও জানি কৃষি নিয়ে আলাদা ভাবে নজর রাখে,তাও ঠিক আছে। কিন্তু সব কিছু যেন মাঠ পর্যায়ে বাস্তবায়ন ঘটে এবং তা সুষ্ঠূভাবে ঘটে তা আমি কেন মনে হয় সবারই দাবী।
এগিয়ে যান শাইখ সিরাজ।
নতুন নতুন একেকজন শাইখ সিরাজ এর মতো আসুক কৃষকদের পক্ষে কথা বলতে,তবেই আসবে কিছুটা কেন ভাল পরিবর্তন এই দেশের কৃষকদের জন্য।
ধন্যবাদ শাইখ সিরাজ আপনাকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।