লা কর্রিদা দে তোরোস। স্পেনীশ ভাষা। বাংলাতে যাকে বলা হয় ষাড়ের লড়াই। খেলাটি স্পেনের একটি জনপ্রিয় খেলা। এখন অবস্য দিনে দিনে এই খেলাটির জনপ্রিয়তায় ভাটা পড়ে যাচ্ছে নির্মম ও ভয়ঙ্কর খেলাটির বিরদ্ধে ব্যাপক প্রচার প্রচারনার কারণে।
যাইহোক যে ব্যাক্তি ষাড়ের সাথে লড়াইতে অবতীর্ন হন তাকে বলা হয় তোরেরো। তোরেরো মানেই সাহসী এবং বীর। বীর না হলে এত বিশাল এবং অসুরের ন্যায় শক্তিসম্পন্ন প্রানীর সাথে মোকাবিলা করা যেই সেই ব্যাপার নয়। এরপরেও যত শক্তিধর হোক না কেন সেই প্রানী, মানুষের চৌকষ বুদ্ধি ও মেধার কাছে হার মানতে হয় তাকে। তবে সেটা সবক্ষেত্রে নয়।
কখনো কখনো জীবন মৃত্যুর এই লড়াইয়ে যোদ্ধাকে করুন পরিনতির সমুক্ষিত হতে হয় সামান্য ভুলের কারণে । আর সেই ভুলের মাসুল তাকে দিতে হয় সারা জীবনে যদি সে বেঁচে থাকে। এরপরেও বেঁচে থাকাটা তার জন্য সৌভাগ্য এবং অলৌকিক।
এরকমই একটি ষাড়ের লড়াইয়ে আহত হয়ে বেঁচে যাওয়া যোদ্ধা বেচারা খুলিয় আপারিসিও। লড়াইয়ের ময়দানে অনেক সময় কৌশল কসরত দেখাতে গিয়ে যোদ্ধারা মাটিতে পড়ে যায়, ভাগ্যের জোরে তারা ষাড়ের আঘাত থেকেও বেঁচে যায়।
তোরেরো খুলিয় আপারিসিও বেলায় সেই সৌভাগ্য আসেনি। মাটিতে পড়ার সাথে সাথে ৫০০ কেজি ওজনের বিশাল দেহের ষাড়টি ক্ষিপ্র গতিতে তার শিং খুলিয় আপারিসিও থুতনি এবং চিবুক বরাবর গেথে দেয় এবং সাথে সাথে শিং এর আগা থুতনি ভেদ করে মুখ দিয়ে বেরিয়ে যায়। এরপর পরমহুর্তে ষাড়টি এক ঝাটকায় খুলিয় খুলিয়কে সুন্যে তুলে ফেলে । ক্ষতবিক্ষত হয়ে যায় খুলিয়র চোয়াল, জিব্হা, রক্তে ভেসে যায় সরা মুখমন্ডল ।
(দ্রষ্টব্য: ছবির দৃশ্যগুলো গত ২১ শে মে মাদ্রিদে অনুষ্ঠিত ষাড়ের লড়াইয়ের ময়দান থেকে নেয়া হয়েছে।
)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।