আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল কোম্পানির বাহারি প্রতারনা.......



মোবাইল কোম্পানির প্রতিদিন শত শত অফার মনে রাখাই দায়। এক সময় সবগুলো মোবাইল কোম্পানির কল ট্যারিফ মুখস্ত ছিল। এখন আর ওগুলো ঘেটেও দেখিনা। শত শত অফারের মধ্যে কোন অফার কবে শুরু আর কবে শেষ এটা মনে রাখা সম্ভব না। আমার মনে হয় মোবাইল কোম্পানিতে চাকুরি করা কাউকে যদি জিজ্ঞাস করেন তিনিও বলতে পারবেন না কোন প্যাকেজের কল ট্যারিফ কত।

হাজারো প্যাকেজের মাঝে আপনি কয়টা মনে রাখবেন। এ জন্য একটেল পোস্টপেইড ইউজারদের জন্য একটা অফার চালু করেছে ,সেটা হল বিশেষ কয়েকটা কোড নম্বর চাপলে আপনি জানতে পারবেন,আপনার মোবাইলটি বর্তমানে কোন প্যাকেজে রয়েছে এবং কল ট্যারিফ কত। কারন আপনি ভুলেও কখনো জানতে পারবেন না আপনার সাধের মোবাইলটির কল ট্যারিফ কখন কোন প্যাকেজে পরিবর্তিত হয়ে গেছে। ইদানিং গ্রামীনফোনের একটা বিজ্ঞাপন দেখায়''মাইগ্রেশন''। মাত্র ০.৪৯ বা ০.৯৯ পয়সার আড়ালে আরো কিছু চার্জ রয়েছে।

কল সেটাপ নামের আড়ালে গ্রাহকের পকেট কেটে নিচ্ছে তারা। ০১ সেকেন্ড কথা বললেও ১ মিনিটের টাকা মুহুর্তের মধ্যে কেটে নিচ্ছে আপনার ব্যালেন্স থেকে। বর্তমানে গ্রামীনের সব প্রিপেইড প্যাকেজেই রয়েছে ৬০ সেকেন্ড পালস,ফলে আপনার কথা ১০ সেকেন্ডের মধ্যে শেষ হয়ে গেলেও তারা কড়ায় গন্ডায় ০১ মিনিটের টাকা কেটে রাখবে। বাংলালিংক এর সব প্রিপেইড প্যাকেজেও রয়েছে ৬০ সেকেন্ড পালস। সম্প্রতি রবি তাদের প্রিপেইডে ০১ সেকেন্ড পালস সুবিধা দিয়েছে।

ওয়ারিদের কল ট্যারিফ কিছুটা সহনীয় হলেও তাদের নেটওয়ার্ক এখন অতটা ভাল না। আসলে আমরা সবাই বলির পাঠা। মোবাইল কোম্পানি যেভাবে আমাদের নাচাবে সেভাবেই আমাদের নাচতে হবে। এই নিয়তি'র বাইরে যাবার ক্ষমতা আমাদের কারোই নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.