সেদিন টিভিতে খালেদা জিয়ার পুরো ভাষণটাই টিভিতে দেখলাম।
পল্টনে ভাষণ দিয়াই তিনি হরতালের সূচনা করলেন আড়াইবছর পর।
তিনি জানালেন, তারা ক্ষমতায় গেলে মঈনউদ্দীন-ফখরুদ্দিনের বিচার করবেন ।
ঐসময় তিনি তাদের রাষ্ট্রপতি + তত্ত্বাবধায়ক প্রধান ইয়াজ উদ্দিন আহমদের নামটিও নিলেন না।
আজ আবার টিভিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শোনলাম।
তিনি টংগীতে দেয়া ভাষণে জানিয়েছেন , এই খালেদা জিয়াই সিনিয়র
অফিসাদেরকে ডিঙিয়ে মইন উ আহমদকে সেনাপ্রধান করেছিলেন।
লক্ষ্য ছিল , মইন উ আহমদ , খালেদা জিয়ার পারপাস সার্ভ করবেন।
এই খালেদা জিয়াই ওয়ার্ল্ড ব্যাংক থেকে ডেকে নিয়ে গিয়ে ফখরুদ্দিন
আহমদকে বাংলাদেশ ব্যাংকের গভর্ণর করেছিলেন। খালেদার লক্ষ্য ছিল,
ফখরুদ্দিন , খালেদা ও তার দুই পুত্রের কালো টাকা বিদেশে পাঠাতে
সহযোগিতা করবেন।
এখন তা হলে কি অনেক সত্যই বেরিয়ে আসছে ?
কথাটা তো ঠিকই , খালেদা জিয়া ইয়াজউদ্দিনের বিচার (!) চাইছেন না কেন ?
তিনি এখন ইয়াজউদ্দিনের নাম চেপে যাওয়ার চেষ্টা করছেন কেন ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।