আমাদের কথা খুঁজে নিন

   

যে কথাটা বলা হয়নি কখনো

জ্ািননা

যে কথাটা বলা হয়নি কখনো আর কোনদিন হয়ত বলাও হবেনা তাই অব্যক্ত কথার সাক্ষ্য দিচ্ছি শুভ্র কাগজের বুকে ..... আমি নিভৃতে তোমায় করেছি লালন হৃদয় গহীনে তুমি হয়ত জান.. কতটা নিবিড় করে কতটা যতনে রয়েছো আজও সেই প্রথম অনূভবের মতন দশটা বসন্ত দিয়েছি পাড়ি অব্যক্ত কস্ট নিয়ে... আরো বসন্ত আসুক নিঃসঙ্গ একাকী তবুও বলবো না ব্যক্ত করে ভালোবাসি ভালোবাসি. যেমন তুমি বলোনি অথচ আমরা জানি হৃদয়ের গহীনে আজো বসন্তের কোকিল বলে ভালোবাসি ভালোবাসি খুব ভালোবাসি ..... ব্লোগার সহেলীকে উৎসর্গ করছি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।