তোমাদের মাঝে কি কেউ আছে বন্ধু আমার
ছুটির দিনে ঘুম থেকে উঠেই পেপার খুলে বসলাম। ছুটির দিন ছাড়া বাসায় খুব একটা পেপার পড়া হয় না। শেষ পাতায় দেখি অটবির বিশাল এ্যাড। বিশেষ বিশেষ পণ্যের উপর ৭০% ডিসকাউন্ট। এর মধ্যে আমাকে আকর্ষণ করার মত একটি জিনিসই ছিল।
তা হল কম্পিউটার টেবিল। দাম মাত্র ৯৯৬ টাকা। অনেক দিন থেকে ভাবছিলাম একটা কম্পিউটার টেবিল কিনব। তাই আর দেরি না করে নাস্তা খেয়েই বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম এলিফ্যান্ট রোডের শো রুমে।
খোঁজ নিয়ে জানা গেল আজ সকালেই ওই আইটেমটা নাকি শেষ হয়ে গেছে। কি আর করা, রওনা দিলাম পান্থপথের দিকে। ওখানে গিয়েও দেখা গেল একি অবস্থা। খোঁজ নিয়ে আরো জানা গেল ৭০% ডিসকাউন্ট এর কোন আইটেমই এই মুহূর্তে নেই। যেগুলো আছে সেগুলোতে মাত্র ২০% ডিসকাউন্ট।
এভাবে আরো দুইটা শো রুম ঘুরে দেখলাম। অবাক হয়ে লক্ষ করলাম সেখানেও একি অবস্থা। আমার কিছুটা জিদ চেপে গেল। গেলাম মৌচাকের শো রুমে। ওখানে এক পরিচিত বড় ভাই এর সাথে দেখা হল।
ওনার সাথে কথা বলে জানা গেল আসল ঘটনা। উনি বললেন, যে আইটেম গুলো ছবিসহ পেপারে এসেছে তার বেশিরভাগেরই স্টক শেষ বা খুব অল্প পরিমাণে আছে। তার মতে এইসব বিজ্ঞাপণ দেখে অনেকেই দোকানে আসে এবং এই ফাঁকে তাদের অন্যান্য অনেক আইটেম বিক্রি হয়। সবকিছু শুনে মনে হল সত্যিই সেলুকাস ! কি বিচিত্র এই দেশ। ততক্ষণে প্রায় দুপুর।
ছুটির দিনের প্রায় অর্ধেকটা পুরোপুরি নষ্ট হওয়ায় মেজাজটা খিঁচরে রইল সারাদিন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।