হে মহান দুর্নীতিবাজেরা, দয়া করে দুদককে একটি মেরুদণ্ডহীন প্রতিষ্ঠানে পরিণত করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করো না। নইলে এদেশের সচেতন জনসাধারণ কিন্তু তোমাদের এহেন মহান কর্মের পুরস্কার স্বরূপ তোমাদের গর্দনার হাড় ভেঙে দিতে পারে। তোমরা নিজেদের খুব বেশী ক্ষমতাবান বলে মনে মনে স্বপ্ন দেখা শুরু করে দিয়েছ। জনগণ কিন্তু পূর্বের চেয়ে বর্তমানে বহু বহু বহুমাত্রায় সজাগ। হিসেব করে পা ফেলার চেষ্টা কর যাতে কোমড়ে দড়ি পড়তে না হয় শেষাবধি। দেখনা শেষে আবার না তোমাদের কৃত দুষ্টবুদ্ধি প্রসূত কর্মধারাই বুমেরাং হয়ে দাঁড়ায় ! এই শালারা, নিজেদের দুর্নীতি ঢাকতে যেভাবে দুদককে কাগুজে বাঘ বানাতে চাইছিস, এর পাই পাই হিসাব জনগণের সামনে দিবার জন্য এখন থেকেই তৈরী হয়ে নে। গণ-আদালত কানে শুনেছিস হয়তো কিন্তু এর ভয়াবহ কার্য্যকারিতা চোখে দেখিস নি তোরা। সেটা দেখার জন্য এবং তাদের শাস্তি ভোগ করার জন্য তৈরী হয়ে নে তবে এটা এড়ানো তখনি সম্ভব তোদের পক্ষে যদি তোদের মতিগতি সভ্যভব্যতার পরিচায়ক হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।