প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
ভালোবাসার উপোসে দিন গেছে, চলে গেছে ক্ষুদার্থ বসন্তদিন,
প্রাণের কাঠামোতে জীর্ণ কঙ্কাল বুকে ধরে হেঁটেছি পথ __
রমণীগুলো চোখের সামনে দিয়ে চলে গেছে কত রঙিন !
তবু কাউকে দিতে পারিনি ভালোবাসার সুন্দর, সতত।
বসন্ত দিন ধেয়ে আসে, বারোমাসে জমে থাকা প্রেম উতলাগুলো করে মন,
বহুবিরহ যাপনের রাত্রিগুলো মনে করে হুহু করে মন কেঁদে ওঠে __
ভালোবাসার ফুলগুলো, বৃত্তিগুলো কেনো অকালে শুকে হলো আগুনের শন ?
সময় ঘুণে পোকার মতোন কেনো ভালোবাসার হৃদয় খেলো খুঁটে খুঁটে।
ভালোবাসারা জমতে জমতে ভারি হয়ে গেছে হৃদয়ের ক্যাবিনেট
প্রেমগুলো অপেক্ষায় থেকে থেকে কামের সাথে বিরোধ বাঁধিয়ে পৃথক হয়েছে,
ভালোবাসার ভারে মোটা হয়েছে গর্ভবতী মহিলার পেট __
কত কত দিন কেটে গেলো ভালোবাাসহীন, তবু কেউ আসেনি কাছে।
বসন্ত আসে নাই, তবু শেষ শীতের দিবসে পাই বসন্তের আগাম প্রতিধ্বনি
এই বসন্তেও কি ভালোবাসারা থাকবে নির্বাসিত ? মল বাজবে না রিনিঝিনি ?
২৫.০১.২০১৪
[ভালোবাসারা জমতে জমতে ভারি হয়ে গেছে হৃদয়ের ক্যাবিনেট //
শাফিক আফতাব //
তুমি বললে : চুপচাপ ভালোবাসো,শব্দ করো না, ভূত আছে //
শাফিক আফতাব //
তুমি বললে : আকাশ দেখো, আমি দেখলাম
তুমি বললে : বাতাসে গন্ধ দেখো প্রখর, আমি অনুভব করলাম
তুমি বললে : চলো নদীর তীরে গিয়ে বসি, আমি বসলাম
তুমি বললে : আনত হও, আমি হলাম।
তুমি বললে : দুয়ে দুয়ে পাঁচ হয়, আমি তাই বিশ্বাস করলাম
তুমি বললে : চুপচাপ ভালোবাসো,শব্দ করো না, ভূত আছে, আমি তাই করলাম
তুমি বললে : এখন ঘুমে পড়ো, আমি ঘুমোলাম
তুমি বললে : এখন জাগো আমি জাগলাম।
তুমি বললে : আকাশের রং দেখো কত নীল
তুমি বললে : আমাদের মধ্যে কেমন অন্তমিল
তুমি বললে : আমাকে আলিঙ্গন করো আমি করলাম
তুমি বললে : আমাকে অনঙ্গ আর নগ্ন বিহঙ্গ করো আমি করলাম
তুমি বললে : আমাকে সুধা দাও, আমি দিলাম
তুমি বললে : মদির করো, করলাম। অথচ এতকিছুর পর আমার হলে না।
২৫.০১.২০১৪
তোমার চোখে আছে আনন্দের পশরা //
শাফিক আফতাব //
পৃথিবীর গভীরে আছে পুলকের পোনা
তাই তুমি আমার লক্ষ্মী সোনা
তাই তুমি আমার এক সুন্দরম
তাই তুমি আমার এত অনুপম।
জলের গভীরে থাকে রঙিন মাছ
তাই তো ফলবতী হয় নিঃসঙ্গ গাছ
তাই তো ফুল ফোটে পাখি ওড়ে
তাই তো এত আলো চাঁদের করে।
তোমার গভীরে আছে শান্তির আধার
তাই তো জন্ম ভালোবাসার
তাই তো প্রাণ বলি দেই শপথের কোলাহলে
তাই তো প্রেমের মরা ভাসে জলে।
তোমার চোখে আছে আনন্দের পশরা
তাই তো তোমাকে তাকাই দোসরা।
২৫.০১.২০১৪
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।