সকল সমস্যারই একটি নিজস্ব সমাধান আছে, আমাদের শুধু তা খুঁজে নিয়ে সমাধান করতে হয়। তাই কোন সমস্যাই সমস্যা নয়।
--১৩ লক্ষ টাকা
এই পেঁচাটিকে প্রতিদিন বাঁচার জন্য ৪-৬টি ইঁদুর খেতে হয়। ধরাযাক পেঁচাটি প্রতিদিন একটি করে ইঁদুর খায়, তাহলে বছরে এর ৩৫৬ টি ইঁদুর প্রয়োজন। পেঁচার জীবনকাল ২৫-৩০ বছর।
যদি পেঁচাটি ২০ বছর বাচেঁ তবে জীবদশায় খাবার হিসেবে ৭,৩০০ টি ইঁদুর প্রয়োজন। একটি ইঁদুর সাধারনত ৮-১০ বছর বাঁচে। আর প্রতিদিন একটি ইঁদুর কে অন্যান্য খাবারের সাথে ২০-৪০ গ্রাম শস্যদানা খেতে হয়।
void(1);
যদি ইঁদুরের জীবনকাল ৫ বছর ধরা হয় এবং প্রতিদিন এর খাওয়া শস্যদানার পরিমাণ হয় ১০ গ্রাম, তবে একটি ইঁদুর মোট যে শস্য খায় তার পরিমাণ দাঁড়ায় ১৮ কেজি অর্থাৎ ৭,৩০০ টি ইঁদুরের পেটে যায় মোট ১৩০ টনেরও বেশী খাদ্যশস্য। প্রতি কেজি খাদ্যশস্যের মূল্য ১০ টাকা করে ধরলেও এরদাম দাঁড়ায় ১৩ লক্ষ টাকা।
এখন যদি বলা হয় একটি পেঁচার মূল্য ১৩ লক্ষ টাকা তাহলে কি ভুল বলা হবে। বটগাছ লাগান বটকে বড় হতে দিন, বট ও শেওড়া পেঁচার বসবাসের উপযোগী গাছ।
এই হিসাবটি সাপ, গুইসাপ, বেজী এবং শিয়ালের বেলায়ও প্রযোজ্য। আমাদের প্রয়োজনেই এদের বাঁচতে হবে। তাই আসুন আমরা আমাদের আশেপাশে থাকা এসব প্রাণীদের বাঁচাতে এগিয়ে আসি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।