আমাদের কথা খুঁজে নিন

   

"""" সীমানার ওপাড়ে """"



সে আমার কত আপন ছিলো..... হঠৎ মনে হলো সব আগেরই মত -শুধু সে নেই বহু দূরে........................ ঠিক যেন সীমানার ওপাড়ে দৃশ্যমান তবু স্পর্শের বাইরে শুধু ক্লান্ত অনুভূতিতে........... হতে পারে আজকের এই সন্ধার মত অজোড় বৃষ্টি-উচুঁ দালান থেকে নীচে - রিক্সা ...গাড়ী ...মানুষের চলাচল- কিছুটা মাদকতায় - হঠাৎ এমনি মনে হয় --- আহা - কি করুন .......... এত ভালোলাগার মাঝেও একি শূণনতা - সে নেই ...নেই .....কোথাও নেই............... মনে হয় ডুবে যাচ্ছি.... ডুবতে ডুবতে একেবারে তলিয়ে যাচ্ছি. তখন যেন একটু হলেও মনে হয়- যে আমাকে ডোবালো .... সে রয়েছে আমার চোখের ওপাড়ে.......... আর আমি ....আমি আছি - নিঃসঙ্গতার মাদকতায় ডুবে সীমাহীন শূণযতা নিয়ে...................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।