আমাদের কথা খুঁজে নিন

   

কিশোর বাঘ

'বাস্তবতা' বিষয়ে পি.এইচ.ডি করতে চাই... আমরা একটা অতিমাত্রায় অতিথিপরায়ণ জাতি। অতিথি ঘরে আসলে তাকে সুন্দর মতন বসিয়ে খাতির যত্ন করি,আপ্যায়ন করি জলখাবার দ্বারা । অতিথির যাতে কোন অসুবিধা না হয় সেই দিকটাতে কড়া নজর রাখি । এই একটা ক্ষেত্রে আমাদের যথেষ্ট সুনাম রয়েছে । কিন্তু আপনার শত্রু বা আপনার অনিষ্টকারী যখন অতিথিরূপে ঘরে আসবে তখন আর আপনি তাকে আপ্যায়ন করবেন না ।

যত তাড়াতাড়ি পারা যায় ঘর থেকে বের করতে চাইবেন । পারলে অর্ধচন্দ্র এবং পশ্চাতদেশে কষে গোটা কয়েক লাথিও লাগাবেন । আমাদের টাইগাররা ঠিক এই কাজটিই করেছে । ভারতকে এদেশ ছাড়তে বাধ্য করেছে এবং তাদেরকে জবাব দিয়েছে জনতার ভাষায় অনেকটা এভাবে -"দ্যাখ শালা..!আমরাও পারি...!!খেল্লাম না তোগো লগে ক্রিকেট ,তোরা আমাগো লগে খেলার যোগ্য না..." । এখন পাকিস্তানকে দেখিয়ে দিতে হবে ।

'প' এর জায়গায় 'ফ' উচ্চারণ না করে ব্যাটে বলে জবাব দিতে হবে । প্রথম ম্যাচটা অল্পের জন্য হাতছাড়া হয়েছে । জয় অসম্ভব কিছু ছিলো না । কিন্তু টাইগাররা দারুণভাবে পরের ম্যাচগুলোতে কামব্যাক করেছে । ভারতের সাথে অসাধারণ রান চেইজ ,এরপর শ্রীলংকার সাথে দারুণ এক টিম পারফরম্যান্স ! দরিদ্র একটা দেশে এ যেন দরিদ্র মানুষগুলোর উত্‍সবের অভাবনীয় উপলক্ষ !এদেশের ক্রিকেট পাগল খেটে খাওয়া মানুষগুলো বহু কষ্টে টাকা জমায় টিকেট কেনার জন্য ।

ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে পা ফুলিয়ে ফেলে । যারা টিকেট পায় না তারাও হাল ছাড়ে না । কাজ ফেলে টিভির সামনে বসে থাকে । একটুখানি আশা ,এবার তো হতেই পারে । অসম্ভব তো কিছু না !! সারাদিনের আয়ের বিনিময়ে ওরা স্বপ্ন দ্যাখে ,জয়ের স্বপ্ন দ্যাখে ।

এই একেকটা স্বপ্নের পেছনে বহু কষ্ট ,বহু কান্না বিজড়িত থাকে । টাইগাররা এই স্বপ্নের মূল্য দিতে পেরেছে । এখন সময় এসেছে চূড়ান্ত মূল্য প্রদানের । আর কেবলমাত্র একটা ম্যাচ । কেবলমাত্র কয়েকটা ঘন্টা ।

সারাদেশ ওদের দিকে চেয়ে আছে । ওরা কি করে ১৬ কোটি বুক ভাঙবে ? আমার এ লেখাটি সাকিব তামিমরা হয়ত পড়বে না । আমার মত হাজারো শুভাকাঙ্খীদের হাজারো লেখা তাদের পক্ষে পড়া সম্ভবও না । কিন্তু এই যে জনতার দোয়া ,জনতার ভালবাসা ,এটা সবসময় তাদের সাথে থাকবে । তবে এটা ঠিক যে প্রত্যাশার চাপ অনেক সময় টাইগারদের পেয়ে বসে এবং তাতে ভেঙে পড়বার অতীত নজিরও রয়েছে ।

তা থাকুক !!বাঘের 'বাচ্চা'রা এখন যথেষ্ট বড় হয়ে গেছে । বোলিংএ তারা একক নৈপুণ্যে বিশ্বাসী না । ব্যাটিংএ আচমকা ধস নামতে শুরু করার আগেই কেউ না কেউ ঠিকই হাল ধরে ,থিতু হয়ে রানটান করে । আগের মত এখন 'কেবল টপ অর্ডার' কিংবা 'কেবল মিডল অর্ডার' এর উপরই যে স্কোরবোর্ড নির্ভর করবে এমনটা না । প্রত্যেকের ভেতর রানক্ষুধা দেখা যায় ।

ফিল্ডিংএও উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে । সব মিলিয়ে গোটা দলটা এখন একটা খোঁচা খাওয়া ক্ষ্যাপা 'কিশোর' বাঘ। এই 'কিশোর' বাঘের দলটা জয়ের মধ্যেই রক্তের স্বাদ পেয়ে গেছে । একটা নেশা ধরে গেছে যেন । দাপটের সাথে খেলে পরপর দুটো ম্যাচে জয় সেটাই প্রমাণ করে ।

এই নেশাটা ধরে রাখতে পারলে এশিয়া কাপটা আমাদেরই হবে !! সিংহের গর্জনের পরিবর্তে লেজ গুটিয়ে পলায়ন আমরা দেখেছি । ভাদাদের মুখে অলরেডি এম্ব্রয়ডারি সেলাই করে দেয়া হয়ে গেছে । এখন পাকি ছাগুদের মুখেও এম্ব্রয়ডারি সেলাই এবং সেই সঙ্গে দু'গালে বাঘের মূত্রমাখা স্যান্ডেলের বাড়ি দেবার অপেক্ষায় আছি সবাই । কাল মিরপুর হয়ে উঠুক রেসকোর্স । ব্যাট হয়ে উঠুক আগ্নেয়াস্ত্র ..... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.