আমাদের কথা খুঁজে নিন

   

আঠারোর ট্রাজেডি

অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'
রকি পাষাণ হৃদয়ের বয়সে তরুন মিথ্যার বেসাতীতে তার বসবাস শহর প্রান্তের সে তরূন সবেমাত্র ছেড়েছে ইস্কুল । জীবনযূদ্ধে তাকে জয়ী হতে হবে, তাই সে যুঝছে তার হাতের ড্যাগারটির মতো; চাদাঁবাজীই পরিবারে অযাচিত সে যুবকের জীবিকা । আঠার বছরের তরূন জীবনের উল্লাসে লড়ছে একা উল্কার মত অমিত বেগে, সময় ও সমাজের ঘূনপোকার বিপরীতে । মনের জানালায় কাঠগোলাপের হলুদাভায় খেলা করে রোদ শিরার ভিতর প্রবল উৎসাহে ছুটাছুটি করে উষ্ণ লাল রংয়ের অব্যক্ত আবেগ , আর দূষিত হৃদপিন্ডের প্রতিটি স্পন্দনে টাকিলার সম্মোহিত আতোর্নাদ । দৈনিক ইচ্ছার মধ্যবিত্ত পাপের মধ্যহ্ন প্রদাহ শিরার ভিতর কালচে লালের অসূয়া প্রবাহ অমোচনীয় ক্ষোভের আকাশে উতকেন্দ্রীক স্বপ্নের সমারোহ ।

ছাইরঙা আনূভুমিক কুয়াশার দেশের পায়রার অপেক্ষায় তৃষ্ণার্ত লাল ডাকবাক্স, রকি; উষর বারামখানায় আশ্রিতা জ্যোৎস্না-ধোয়া ক্যাকটাসের মত ব্যস্ত সময় কাটে তার আহরনে সালোকসংশ্লেনী খনিজ । বৃস্টিবিরল শূন্যতায় অসীমতটীয় স্বাধীনতা আর হিলিয়াম শৈত্যের আসমুদ্রহীমাচল বিষাদ যাতনা বিষাদানল বুকটা পোড়ায় উনুনের আগুনসম । মেঘলা পাংশূ আকাশে বেওয়ারিশ ঘূড়ির শূন্যতা ঘূমহীন ঘরে আটকা পড়ে জীবনের বার্তা ঘূমহীন সেই শষ্যের ঘরে লাল পিঁপড়ারা শুরু করে উৎসব । লাল পিঁপড়ার সমাজ বলল বিপুল প্রানশক্তির রকি, আলাস্কার অদ্ভূততম আলো সে মেঘলূপ্ত অংশূমালীর প্রদীপ্ত যৌবন; দ্বিগুন উৎসাহের জীবন-আবেগে উদ্ধত তার শির তারপর, তারপর, অদৃশ্য হাতের ঈশারায় স্বপ্নগুলো হয় পরাজিত, বর্নহীন । আসলে রকি, অসহনীয় হতাশায় দীর্ণ বিবর্ন আবেগের ধূলিঝড় রহস্যের বেড়াজালে আটকে পড়া আঠাল পোকা, স্বপ্নপুরীর স্বপ্নে মরে যাওয়া স্বপ্নীল স্বপ্নের ফসিল কিংবা, অদৃষ্টের কাটাতাঁরে বন্দী জীবন্ত নরকে বোধ ও ব্যধির বোঝাপড়ায় বোধের নিঃশব্দ তিরধান ।

হঠাৎ, নিকশকাল অন্ধকারে গর্জে উঠে বন্ধুর বেয়নেট; জেগে উঠে কালো দানবেরা তারপর রকি... সূররিয়েল কোন জমাট বাঁধা রক্তের কালো ফোঁটা, চূনীর রংয়ে রঞ্জিত গোধূলির পশ্চিম । রঙ্গিন ডানার ইচ্ছে ঘুড়ির কেটে গেলে সুতা জ্বলন্ত ক্রুশকাঠে ঝুলে পড়ে যিশু, সন্ধ্যার আলো-আধারীর প্রপঞ্চে লজ্জাবতী নুয়ে আসে স্পর্শবোধে । ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬ স্কিড রো আমার অন্যতম ফেভারিট হার্ড রক ব্যান্ড! তাদের অন্যতম জনপ্রিয় 18 And Life আমার প্রচন্ড পছন্দের একটা গান! এই গানটার লিরিক্সই আমার এই লেখাটার ইন্সপিরেশন! MP3 ডাউনলোড লিংক !! ইউটিউব লিংক ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।