আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোকে তাদের কৃতকাজ বুঝাতে একটি অনুগল্প আর আনিসুল হকের '' টাকার '' লেখা

প্রথম আলোর কাণ্ড কারখানা দেইখা একটা অনুগল্প লেখতে ইচ্ছা করলো --- '' তারিন এর মে মাসের পাঁচ তারিখে বিয়ে । সে এরই মধ্যে বিয়ের সকল প্রস্তুতি নিয়ে ফেলেছে । লেহেঙ্গা কিনেছে ভুরি ভুরি স্বর্ণ । তারপর কানিজ আলমাসের আপোইয়েন্মেন্ত নিয়েছে বহু কষ্ট করে । হঠাৎ করে চার তারিখ এক দুর্ঘটনায় তার বাবা মা মারা যায় ।

আর পরের দিন বিয়ে । কি করা যায় । সবাইকে বলে রাখা হয়েছে । এখন কি না করা যাবে ? কানিজ আল্মাসের কাছে সাজাও যাবে না । কারণ এক মাস আগে তার কাছে লাইন ধরে সময় নেয়া লাগছে ।

অতঃপর সে তার বিয়ের অনুষ্ঠানের নাম পরিবর্তন করে রাখলো '' দোয়া মাহফিল '' । সবাই আসলো পাঞ্জাবি পড়ে । আর তারা যে উপহার আনল সেইটা গরীবদের মাঝে বিলিয়ে দেয়ার জন্য রাখা হল । কন্যা হাতে কালো রঙের মেহেদি দিলো । লাল লেহেঙ্গার এক পাশে কালো কাপড় দুঃখ প্রকাশের জন্য ।

জামাই কালো প্রিন্স কোট । বিয়ে পড়ানোর পড় দোয়া হইলো বর কন্যা দুইজনের জনে সাথে কন্যার মা বাবার বিদেহী আত্মার জন্যও । তাদের বাসর ঘর সাজানো হল কালো গোলাপ দিয়ে । দুঃখ প্রকাশের জন্য ........................ '' বিঃদ্রঃ এক-- এই রকম ঘটনা কি সম্ভব ? না হলে প্রথম আলো করলো কেন ? দুই -- তারা শুধু অনুষ্ঠান করতো আমি কষ্ট পেতাম কিন্তু '' কন্সার্ট ফর সাভার'' নাম করন করে তারা এক ঢিলে দুই পাখি মারতে চেয়েছে । তিন-- ফেসবুকে ব্লগে সবাই সাহায্যের জন্য টাকা তুলছে ।

কে কত টাকা দিলো তা কেউ বলছে না শুধুই দিয়ে যাচ্ছে । কিন্তু আজকে আনিসুল হকের লেখা পড়ে আমি মর্মাহত । মেরিল প্রথম আলোর ফান্ডে কে কত কত টাকা দিয়েছে তার হিসাব তুলে ধরা হয়েছে । লজ্জা লজ্জা । সর্বশেষ কথা ---- দিন শেষে আমরা সবাই একা ।

আমরা ছাড়া আমাদের আর কেউ নেই । নিজেরাই নিজেদের সাহায্য করতে হবে । সুতরাং নিজেদের মধ্যে সম্পর্ক ভালো রাখেন । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।