আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগবাসী বিচার করেন [একটি বানান ভুল সর্বস্ব ফানপোস্ট ]

এই ব্লগের কোন লেখা আমার অনুমতি ব্যতীত কোথাও ব্যবহার না করার অনুরোধ করছি

পুলাপাইন গ্যাঞ্জাম কইরা পরীক্ষা পিসায়া দিল চুয়েটে, এইটা পুরান খবর। নতুন খবর হইল টাইম কাটানির ব্যবস্থা লওন দরকার। আন্দোলন কইরা পরীক্ষা পিসাইলেও লাভ হইসে এইটা যে সারাদিনই প্রায় কারেন্ট থাকে, লুডশ্যাডিং হয় বড়জোর ১-১.৫ ঘন্টা । অথচ দুইদিন আগেও ১৭/১৮ ঘন্টা লুডশ্যাডিং আসিল! দোসবন্ধুগো লগে বাতচিত কইরা দেখলাম সবার ধান্ধাই এক, বড় পর্দায় কিসু দেখা লাগব, তাইলে পিনিক পুরা আইব। অহন কী দেহন যায়? কইলাম, ল, শচীন মামার ডাবল সেঞ্চুরিটা নামায়া লই নেটেত্থন, তারপর মামার পিনিক লই।

ডাবুল হানড্রেডটা লুডশ্যাডিং এর লাইগ্গ্যা মিচ করসিলাম । হ্যাতেরা কইল, মামা, কিরিকেট দেহুম না, অহন ফুটবলের জুয়ার। কইলাম, তাইলে আয় ম্যারাডোনার বেস্ট টেন গোল দেহি। হ্যাতেরা কইল, দেহুম না, মাম্মারে বালা ফাই না। তাইলে পেলের গুল দ্যাখ? পেলে জানি কুনটা? কাউল্ল্যাটা? ওর কালা ঠ্যাং দেহুম না।

ঐ হালায় আগে ল্যাঙ্গোটের লাহান একটা হাফপ্যান্ট পড়ত, আর কালা ...... দেহন যাইত, দেহুম না হেডি। মেসি মুসি কাকা মামা কারু গুলই দেখতে চাইল না কেউ। নুতুন শুভিও হাতে নাই। কী করন যায়?? আৎকা মাথায় বুদ্ধি ইনকামিং হইলঃ ল, চল থ্রি দেহি আবার। একজনে কইষ্যা আমার পশ্চাতে লাত্থি মারলঃ এইট নাইনের পুলাপাইনের মতো কথা কস ক্যান? কিয়ের থ্রি দেখবি আবার? এইটা থ্রি দেহার বয়স? আমি পশ্চাতে হাত বুলাইতে বুলাইতে কইলামঃ আমারে মারসস ক্যান? আমি তো তগো থ্রি এক্সের কথা কই নাই, থ্রি ইডিয়টসের কথা কইসি! দোস্তে কইলঃ তাইলে এইটা ক, আজাইরা থ্রি কয়া তো মেজাজ বিলা কইরা দিসিলি।

অহন আপনেরাই কন, দুইন্যায় সবকিছুই তো খালি শর্ট হয়, বাংলা সিনেমার নায়িকাগো জামা কাপড় শর্ট হয়, ঢাকা ইউনিভার্সিটি শর্ট হইয়া ভার্সিটি হয়(কয়দিন পড়ে খালি সিটিও হইতে পারে ), সার্কিট একটা শর্ট হইয়া আমাগোরে সেশনালে রিপিট দেয় আৎকা , স্যাররা খালি শর্টকাটে পড়াইয়া পেরাইভ্যাট ইউনিগুলাতে কাছা বাইন্ধা লৌড়ায়, আমরা কোশ্চেন শর্ট কইরা বুইঝ্যা শর্ট কইরা লেখতাম চাই , সিলেবাস শর্ট করতাম চাই আরও, পাঞ্জাবী গুলাও দিন দিন লং-শর্ট-সুপার শর্ট হয়্যা যায়........বাংলাদ্যাশ আওয়ামি লীগ বা(আ)ল হয়া যায়......হায়রে দুনিয়া হা-দু হয়্যা যায়, হাসান মাহবুব হামা হয়্যা যায়, ফিউশন ফাইভ ফিফা হয় যায়, সামহোয়ার সামু হয়া যায়......দুইন্যা চলে শর্টের উপর। কুনদিন যানি একটা কুচিং চেন্টারের এড দেখলাম লেইখ্যা রাখসেঃ এইখানে শর্টকাটে পাশ করার টেকনিক বাৎলানি হয় ............................মুবাইলে কথা কইলে মনটা খালি কয় কথা শর্ট কর, দুইন্যাতে শর্টকাটের উপর কুন মাল নাই। বিল গেটস মামায় পর্যন্ত শর্টকাট বানায়া দ্যায় ডেস্কটপে, এত শর্ট চাইরদিকে; আর আমি যদি থ্রি ইডিয়টস রে শর্ট কইরা থ্রি কই, তাইলে দুশ কই? আমার পশ্চাতে লাত্থি মারা কি হের উচিৎ হইসে??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।