আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় ব্লগবাসী! সাইবার যুদ্ধের জন্যে প্রস্তুত তো? জামায়েত-শিবির প্রকৃত বাংলাদেশীদের সাথে যুদ্ধের ডাক দিয়েছে! বিশেষ করে, সামু'র দৃষ্টি আকর্ষণ করছি!!

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। প্রিয় ব্লগবাসী! যদি প্রকৃত বাংলাদেশী হয়ে থাকেন, আপনাকেই বলছি, সাইবার যুদ্ধের জন্যে প্রস্তুত তো? জামায়েত-শিবির প্রকৃত বাংলাদেশীদের সাথে যুদ্ধের ডাক দিয়েছে! সামু'র দৃষ্টি আকর্ষণ করছি!! সোনার বাংলা ব্লগ ও আমাদের সামুতে হাজার একাউন্ট খোলার কমসূচি হাতে নেয়া হয়েছে! তারা নাকি "গঠনমূলক" মন্তব্য করবে আর আমরা যারা দেশকে ভালবাসি ও জামায়েত শিবিরের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে লড়াই করবে! বিশেষভাবে "সেই আলেমদের" যাদের প্রত্যহ আমরা “বাংলাদেশীরা” ব্লগে ধুয়ে দিচ্ছি, তাদের পক্ষে কথা বলবে এবং তাদেরকে নিরপরাধ প্রমান করে মুক্ত করবে! আর প্লাটফর্ম হিসেবে সোস্যাল মিডিয়াকে বেছে নিয়েছে!! তারা সরাসরি যুদ্ধের ডাক দিয়েছে!! আমি জানিনা কেউ বিষয়টি সামনে এনেছে কিনা, তবে আমি খুব চিন্তিত। এই ছবিতে কয়েকজন "আলেম ব্লগার" এর নামও রয়েছে, যদিও আমি তাদের বিষয়ে নিশ্চিত নই।

১) চেয়ারম্যান ২) আব্বাস ইসলাম খান ৩) অজানাই থাকুক ও ৪) বিকল্প ধারা ব্লগগুলো এদের মূল ঘাটি!! এখন সামু সহ সকল দেশ প্রেমী ব্লগারদের কাছে আমার প্রশ্ন, এক হাজার নতুন একাউন্ট খুললে আমরা কিভাবে লেখা লেখি চালিয়ে যাব? সামুকে এই বিষয়ে বিশেষ মনিটরিং সিস্টেম চালুর জন্যে ভাবে বিশেষ অনুরোধ করছি! সামু যদি জামায়াত শিবিরের আস্তানা হয়ে যায়, তাহলে সামু ছেড়ে সাধারণ ব্লগারদের চলে যাওয়া ছাড়া গতি থাকবেনা। আর প্রমানিত সত্য বারবার প্রমান করাও আমাদের পক্ষে সম্ভব না(ওরা গঠনমূলক মন্তব্য দিতেই থাকবে, আমরা ডিফেন্ড করতেই থাকব, তা হয়না)। সামুকে হয় শিবিরের অভয়ারণ্য ঘোষণা করুন, নয়তো আমাদেরকে লেখা লেখি করার সুযোগ দিন। দ্বিমুখী নীতি পরিত্যাগ করুন, আপনাদের কাছে অনুরোধ করছি। সামুতে হয় দেশ প্রেমিকরা থাকবে, অথবা "রাষ্ট্রদ্রোহিরা" সমুর নীতি'র (রাষ্ট্রদ্রোহিতার নীতি) বাইরে গিয়েই থাকবে।

___________________________________________________  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.