নির্বান ছিলে তুমি একমুঠো ভালোবাসা, যাতনা ছিলে তুমি রাত্রির স্বপ্নে, নির্ঘুম ছিলে তুমি তারায় তারায়, চেয়েছিলে জীবন প্রজাপতির,- ঝলমল রংদারু মায়ায় মায়ায়। আমি ছিলাম কর্কশ; বেমানান অট্টহাসি অরণ্যের, আমি ছিলাম বন্ধুর; নীল নীল প্রান্তরের, আমি ছিলাম অস্থির; উদ্ভ্রান্ত দীর্ঘশ্বাস রোদ্দুরের, চেয়েছিলাম নাবিক হবো, ঘুম ঘুম সমুদ্র,- আর মহুয়ায় চুর চুর বন্দরের। সাতছড়ি অরণ্যের সাতখানি দুঃখ বেটে, পাহাড় সাজাবে অশ্রু আলোছায়া সঙ্গমের, পাথরের হিম বুকে অযথায় ঝরে কামনার রেণু। চলে যা, উড়ে যা পাখি,- ডানা মেলে, পাখা মেলে, বয়ে যা, নিয়ে যা নদী,- ঝিরিঝিরি গান হয়ে, ঝরে যা, গলে যা জল,- ফোঁটা ফোঁটা আলো হয়ে, গেয়ে যা, কেঁদে যা বাঁশি,- মেঘ মেঘ সুর ছুঁয়ে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।