আমাদের কথা খুঁজে নিন

   

আমার (প্রায়)নির্বান লাভ

ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে । রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।

ডানপাশে ঊড়ুক্কু পলিথিনের ব্যাগ হাওয়ার নিঃশ্বাসে ফুলছে ফাপছে, বাতাসে কর্কশ ধূলো ,নিশ্বাসে রিসেশনের দুর্যোগকালীন দামী জ্বালানীর পোড়া সৌরভ, শাহবাগের মুড়িভর্তার পাশে দাঁড়িয়ে ছিলাম বিশাল এক টসটসে টোপ হয়ে। চারপাশের নাগরিক মাকড়শার জালে আটকানো ,কুকড়ানো নষ্ট আকৃতির জীবনটা ফেরি ঝুলিয়ে ধেয়ে আসছে টোপ গেলার জন্যে। পাকস্থলীর জারক এনজাইমে সাতড়ানো অবস্থায়ই সাধারনত আমার দুঃস্বপ্ন গুলো শেষ হয়।

সেদিন শেষ হল নারী দেহের বক্র অনুপ্রবেশে। হতাশ ভাবে ভাবলাম “মেয়েমানুষ!! কি জিনিস যে বানাইল মওলা!!!যত তর্জন হুংকার, সব শেষ হয়ে ধুলায় মিলাবে মেয়েশরীরের স্বর্নসম সুগন্ধী ভাজে……” মুড়িভর্তা আর জীবনের পেসিমিস্টিক ডাইসেকশন ছেড়ে মনোযোগ দিলাম যৌবনাবতীর দিকে, চাকভাঙ্গা মধুর মত যৌবন ঊপচে উপচে পরছে রহস্যময় সব বর্নীল রোদ মেখে সোনা আলোর ঝিলমিল ভাজ। জীবনের অর্থ কোন কান্ট ,হেগেলের ঢাঊস বইতে, অথবা মেট্রিক টেন্সরের ইকুয়েশনে পাওয়া যাবে না। এই নারী আর মেঘের স্তর খুলে বাষ্প আদ্রতা মেখে যে আদর এই শরীরে বিছিয়ে দেবার জন্যে পৌরাণিক কাল হতে আছড়ে আছড়ে কাটা গলার কোরবানীর গরুর মত তড়পাচ্ছে মানুষ আর তড়পাচ্ছি আমি………জীবনের বৌদ্ধিক অর্থের নিগুঢ় ইন্টারপ্রেটেশন হচ্ছে সেটাই। অন্য কোন নপুংসক নৃতত্ব মানি না, মানি না জৈব নীরস হরমোনাল ব্যাখ্যা……এস্ট্রজেনের পচা কুতসিতপনা চাই না………ভেজা শিশিরের গন্ধ দিয়ে তৈরী নারী………যেমন জানি আশ্লেষে চুম্বনএর জন্যেই, আইসবার্গের উপর ঠিকরানো আলোর ঊজ্জ্বল তীব্র স্বাদে নারীর ঠোট পান করার জন্যেই বিধাতা একজোড়া ঠোট দিয়েছেন আমায়……নারীর স্বাদের জন্যেই জিভ দিয়েছেন………বাজে অকেজো রাজনৈতিক বক্তব্যের জন্যে ন্য।

হাত পেয়েছি নারী শরীরে অভিযানের জন্যে ,দুর্গম সব ক্ষেত্রসমুহ আবিস্কারের জন্যে,……………………… স্বপ্নাহত আমি নারীশরীরের দিকে এগোলাম…………কালো পীচের ঊপর যদি অনুভুতির স্পর্শ থাকত………হাজার কোটি ঘাস ফুল বেড়িয়ে আসত নির্মম কংক্রিটের বুক চিরে…………… নারী এবং তাকে জয়ের ঊদ্যেশ্যে একজন পুরুষ………প্রাচীনতম এক দৃশ্য। (কবিতাসমূহ একঝটকায় নোংরা অসুখের বিবরন লেখা লিফলেটে পরিনত হল নারী(!)র পেছনে ফিরে তাকানোয়………কবিগুরুর দীর্ঘশ্মশ্রুর ফ্যাশন এখনো কিভাবে জনপ্রিয় সেটা নিয়ে দার্শনিক চিন্তায় মেতে হাটার ভেক্টরটির ১৮০ ডিগ্রী কৌনিক ঘুর্নন সম্পন্ন করলাম পুনশ্চ: ক্যাডেট কলেজ ব্লগে পূর্ব প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।