আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ WALL-E (একটি অপরিপক্ক প্রচেষ্টা) {রিপোস্ট, অসাবধানতাবশত পুর্বের পোস্ট মুছে গেছে}

আশা ছলনে, আশার কূহকে

প্রথমেই বলি, মুভি রিভিউ লেখার যোগ্যতা আমার নেই। আমি এক নাদান ব্লগার, প্রতিদিন তো নয়ই, সপ্তাহে একটা ছবিও ভাগ্যে জোটে না। তবে একদিন বিখ্যাত ক্লাসিক সিনেমাগুলো সব দেখব, এই আশা মনে পুষে রাখি। তো শুরু করা যাক। WALL-E একটি এনিমেটেড ছবি।

এন্ড্রু স্ট্যানটন পরিচালিত পাক্সার ও ডিজনির এই ছবিটি ২০০৮ সালে মুক্তি পায়। IMDB Rating ১০ এর মধ্যে ৮.৫ । কাহিনী সংক্ষেপঃ একটু দূর ভবিষ্যতের কাহিনী। পৃথিবী পরিত্যাক্ত। মানুষ নভোযানে করে মহাশুন্যে বাস করে।

WALL-E একটি ময়লা পরিস্কারক রোবট। সকাল সন্ধ্যা ময়লা স্তুপ করে তার দিন কাটে। একাকি জীবনে একটা রোবট তেলাপোকা তার একমাত্র সাথী। WALL-E বিচিত্র সব জিনিশ সংগ্রহ করতে ভালবাসে, ভালবাসে গান শুনতে, প্রিয় গান বাজিয়ে আকাশের তারা দেখতে............... কেমন একটু খটকা লাগছে তাই না, কেমন যেন একটু মানবীয় গল্প......কিন্তু গল্পটা এমনই......তো হঠাৎই একদিন, হ্যা, হঠাৎই একদিন ইভ নামক এক রোবটের আগমনে WALL-E র শান্ত, নিস্তরঙ্গ জীবনে ব্যাপক আলোড়ল উঠল, WALL-E ইভকে ভালবেসে ফেলল............... ..................তারপর ঘটতে শুরু করল নানা মজার এবং স্বাসরুদ্ধকর ঘটনা, যার ফলশ্রুতিতে মানব জাতির ইতিহাসই বদলে গেল............ রোমান্টিক জুটি WALL-E আর ইভকে দেখুন......... ছবিতে বাক্সসদৃশ WALL-E র চেহারায় সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হতাশা, ভালবাসার নিখুত পরিস্ফুটন আমাকে মুগ্ধ করেছে। অসাধারন এনিমেশন, গল্পের নিখুত বিন্যাস, WALL-E র বিচিত্র হাস্যরসাত্মক কর্মকান্ড, সবমিলে ছবিটিকে একটি সববয়সের দর্শকের জন্য একটি অবশ্য দর্শনীয় সিনেমায় পরিনত করেছে।

ডাউনলোড লিংক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.