মনে হয় বুনো পাখিদের দেশ থেকে দেশান্তরে যাতায়াত দেখেই তারা পালাবার শিক্ষালাভ হয়েছিল।
হজরত হাসিবরে ছাড়া জমতোই না কোন পোষ্ট। সেইটা ছাগু কন আর আগু কন- যে কুন পোষ্টে হাসিব আইসা তার ফতওয়া ছাড়তো পুত্থম। তারপর একে একে হাজির হৈতো হাসিবের সাহাবীকুল। সব সাহাবীগো নাম এখন মনে নাইক্কা, তয় যে কয়জনের নাম মনে আছে তাগোর নাম লওনের পরে মুখ ধুয়ে নিতে হৈবেক- এমন ফতওয়াও কিছু 'ছাগু' কর্তৃক দেওয়া হৈছে।
প্রতিপক্ষরে গালাগালি, ট্যাগিং এইসবের চরম করতে পিছপা হতো না তারা। এই ট্যাগিং লই আমগো দোস্ত সারাদিনের একখান জোশ পোষ্ট আছে: ডায়ালগ অন রাজাকারস: টুয়ার্ডস আ হিডেন রাজাকারিওলজি, প্রবলেমস, প্রসপেক্টস এণ্ড প্রবাবিলিটিজ। বেচ্চারা এই পোষ্টের জন্য পরে ব্যান খায়। আল্লাহ তারে বেহেশত নসিব করুক। আমেন।
তয় আমার মনে থাকা সেই সব নিকগুলারে একটু স্মরণ করবার চাই। জেনারেল, অধ্যাপক, কোবরা, দ্যা গ্রীম রিপার, একজন ব্লগার, আরিফুর রহমান, আসিফ রহমান, স্ট্যানলি কুবরিক, আরিফ জেবতিক, স্টিংরে, নুরুল কবির, এস্কিমো, রাশেদ, বিগব্যাং , দিশাহারা ওমর, লেপার্ড, অমি রহমান পিয়াল, জহির আহমেদ, রোবোকপ- আরো অগণিত এইরম নিক। এগো মইধ্যে আরিফ জেবতিক এবং আমি পিয়াল অবশ্যই স্বনামেই আর এক পির সাহেব আছিলেন- কয় দিন আগে পিয়াল ভাইও হাসিবগো মত ওপারব্লগে ( ফিফা কয় কলিকাতা ব্লগ) আশ্রয় নিছেন। তাগো সম্মিলিত মাস্তানিরে সেই সময়কার আর এক ব্লক বাস্টার ব্লগার পীর সায়েব কাম ব্লগার ফিউশন ফাইভ বারো ভূইয়ার মাস্তানি বইলা অভিহিত করসিল- তয় একখান টীকা, এককালে ফিফাও হাসিবের লগে এইসব ফতোওয়াবাজিতে যুগপত আছিলেন। যাই থাকুক, ব্লগ বড় জমত তখন।
চলত হজরত হাসিবকুলের ফতোয়াবাজি, চলত উত্তেজনা, চলত সিরিকাস ব্লগিং, চলত ভিলেজ পলিটিকস, চলত মাস্তানি, ট্যাগিং- সর্বোপরি চলত লেখালেখি। সেই টাইমে কিছু সিরিকাস ভাব ধরা আলোচনা চলত কিছু ব্লগে, কয়েকজনের নাম মনে করতে পারতেসি। মাহবুব মোর্শেদ, ফাহমিদুল হক, মানস চৌধুরী, মিরাজ, ব্রাত্য রাইসু, অপ বাক, পরে যুক্ত হলো পি মুন্সী, রিফাত হাসান। এখন মোটামোটি ঠাণ্ডা হই আছেন। কৌশিক সব টাইমেই কিছু সুবিধাবাদি কিছু ঘোটপাকানিতেও ছিল।
জাতেমাতাল হঠাৎ আইসা নাম করলেন পর্ণ ষ্টার ইস্যুতে। সেই থিকা পিয়াল ভাইয়ের দুর্গতি। এখন শুধু জমে ফিফার ব্লগ, আর কারুরটা না।
তয় সেইসব দিন আছিল। ব্লগ এখন আর জমছে না, আসেন ব্লগে আবার ঝড় তুলি।
সব্বাই ফিরা আসুন, শুরু হোক আবার সেইসব ব্লগিং। কী কন?
আপডেট: আরো কয়টি নাম ও তথ্য
নেমেসিস> শয়তান > ভাল শয়তান- বেশ তৎপর ছিলো। গালমন্দ করতে ওস্তাদ ডটু রাসেল ( ........) আর ব্যাপক ভদ্র নিক অপবাক নাকি একই ব্যক্তি, এমনই গুজব বাজারে। জামাতি ভাবধারার ব্লগার ফারজানা মাহবুবা তর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন। আর ত্রিভুজের কথা ভুলেই গেসিলাম।
এই লেখা লই নীচে এরশাদ বাদশার মন্তব্য হৈলো আরো বিস্তারিত লেখতে পারতাম। জবাবে আমি কইসি: এইটুকুতেই মডারেশনের ভয়ে অস্থির। হাসিব এক জগদ্দল ভূতের নাম, বিপক্ষে বললেও রক্ষে নেই- তার সাহাবীরা কোতল করে ফেলবে, মডারেটরদোর ভিত্রেও তার ভূত বিস্তার কইরা আছে। আর পক্ষে বলা মানেও বিপদ- ব্লগে অস্থিরতা ও অশান্তি সৃষ্টির পাঁয়তারা হৈতেসে- এমুন অভিযোগে আপনের পোষ্ট ডিলিট মারা হৈবে। দুইরকম মাস্তানিই অসহ্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।