আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা জেনেভা, সুইজারল্যান্ড-2

You can't buy love on eBay.
আজকের পর্ব 'ফ্রান্স থেকে জেনেভা' আল্পসের পার্বত্য অঞ্চল পার হয়ে মোটামোটি সমতল এলাকা। ফ্রান্সে প্রবেশের পর হাইওয়ে নাম্বার A25/A40 ধরে আগাতে থাকলেই জেনেভা এর ছেক পোস্ট। ফ্রান্সে প্রবেশের সময় কোন ছেক পোস্ট নজরে পরেনি। আমাদের গাড়ী এবং কাজগপত্র প্রথম ছেক হয় জেনেভা ঢোকার ঠিক আগ মূহূতে’। ভাঙ্গা ভাঙ্গা ইংলিশে এক সুইস পুলিশ সবার কাগজ পত্র ও গাড়ী ছেক করে আমাদের ঢুকতে দিল।

ছেক পোস্ট থেকে জেনেভা সিটির দুরত্ত প্রায় ৪ কি,মি। আগের পবে’ বলেছিলাম যে সুইজারলান্ডের এই অঞ্চলটি ফরাসী ভাষা-বাসী অঞ্চল। সুইস সীমান্তে ঢুকেই বন্ধুকে ফোন করলাম, ‘দোস্ত আমরা এসে গেছি, তুমি কই’। সে আমাদের জন্য জেনেভা, সেন্ট্রাল স্টেশনের পাশে অপেক্ষা করছিল। জেনেভা সেন্ট্রাল স্টেশনে যাওয়ার পথে আমাদেরকে জেনেভা লেইক পার হয়ে যেতে হল।

এই সেই বিখ্যাত লেক যা জেনেভা সিটিকে দুই ভাগে ভাগ করেছে। আমার বন্ধুটির সাথে যখন কথা হয় সে তার অবস্থান বলার সাথে সাথে বলেছিল যে আমি কমলা রঙের সোয়েটার পরে আছি এবং আপাদত আসে পাশে কমলা রঙের পোশাক পরা কেউ নেই, তাই আমাকে সহজে খুজে পাবে। আসলেই হাজার হাজার পয’টকের ভীড়ে তার এই কমলা রঙ অনেক সহায়ক ছিল। আমরা যখন জেনেভা পৌঁছি তখন বেলা প্রায় ১২,০০টা। পৌঁছার পর পরই আমরা গেলাম ম্যাকডোনাল্ডে, ক্ষিধায় পেট ছু ছু করছিল।

যদিও আসার পথে আওস্ট্রা শহরের পাশে এক হাইওয়ে রেস্টুরেন্টে নাস্তা করে এসেছিলাম। ম্যাকডোনাল্ডে খাবারের মেনু দেখে বুঝলাম যে ইটালীর তুলনায় এখানে দাম প্রায় দিগুন। করার কিছু নেই জেনেভা বিশ্বের ব্যয়বহুল শহরগুলোর অন্যতম। খাওয়ার ফাঁকেই আমরা সি্দ্ধান্ত নিলাম আজ আমরা কোথায় কোথায় ঘুরব। এর পর পরই বের হলাম ঘুরতে, কারন সময় নস্ট করা যাবেনা।

জেনেভা লেক জেনেভা লেক হল জেনেভার প্রধান আকষ’ন। আগেই বলেছি লেকটি শহরটিকে দু ভাগে ভাগ করেছে। এটি সম্ভবত ইউরোপের দ্বিতীয় বৃহত্তম লেক। এর পাড়ে দাঁড়িয়ে বলতে ইচ্ছা করবে আহ কি শান্তি!! এক নয়ন জুরানো দৃশ্য। লেকটির দু’পাশ সুন্দর করে বাধানো, ওখানে দাঁড়িয়ে আমার মনে হল আমাদের বুড়িগঙ্গা, তুরাগ আর শীরলক্ষা্কে যদি এমন করে বাধানো আর এর পানি যদি ধূষণমুক্ত রাখা যেত তা হলে বোধ হয় আমাদের দেশে এর চেয়ে বেশি পয’টক ঘুরতে যেত।

আর এ থেকে প্রতি ৫ বছরে যে আয় হত তা দিয়ে একটা করে পদ্মা সেতু করা যেত। এবার জেনে নেয়া যাক জেনেভা লেক সম্পকে’ অবস্থানঃ ৬০% সুইজারলান্ড আন্ড ৪০% ইন ফ্রান্স সবো’চ্চ দৈঘ্যঃ ৭৩ কি,মি সবো’চ্চ প্রস্থঃ ১৪ কি,মি, সবো’চ্চ গভীরতাঃ ৩১০ মিটার গড় গভীরতাঃ ১৫৪,৪ মিটার এই লেকেই ১৮২৭ সালে ফ্রান্সের গণিতবিদ Jacques Charles François Sturm এনং সুইস পদাথ’ বিজ্ঞানী Daniel Collodon প্রথম পানিতে শব্দের গতিবেগ নিণ’য়ের পরীক্ষা চালান। জেনেভা লেকে পয’টকদের বিনোদনের জন্য অনেক ব্যবস্থা আছে। আপনি ইচ্ছা করলে ছোট নৌকা থেকে শুরু করে মাঝারি জাহাজে করে লেকে ঘুরে আসতে পারবেন। লেকের দু’পাশ জুড়ে আছে শত শত আবাসিক হোটেল ও শপিংমল।

আসলে জেনেভা শহরে আমার দেখা যত ভবন আছে তার কম্পক্ষে ৫০% হল আবাসিক হোটেল। লেকের চারপাশ, শপিংমল আর লেকে নঙ্কা ভ্রমণ করে আপনি সারাদিন কাটিয়ে দিতে পারবেন অনায়াসে। সামারে তো লেকের পাড়ে হাটতে হাটতে দেখা পেয়ে যেতে পারেন আপনার প্রিয় কোন বলিউড বা হলিউডের নায়ক নায়িকার সাথে। বিশেষ করে বলিউডের নায়ক নায়িকাদের পছন্দের স্থান নাকি জেনেভা। আগেই বলেছি জেনেভা বিশ্বের ব্যয়বহুল শহর গুলোর অন্যতম।

তাই যাদের শপিং করার ইচ্ছা আছে তাদের পকেটের অবস্থা কিন্তু ভাল হতে হবে। তবে লেকের পাশে কিছু সভেনিয়র শপ আছে যেখান থেকে কিছু টোকেন গিফট কিনে নিতে ভুলবেননা যেন। শহরের মাঝেও অনেক সভেনিয়র শপ আছে আপনি ইচ্ছা করলে ওখান থেকেও কিনতে পারেন দাম কিছুটা কম কিন্তু আহামরি কোন পাথ’ক্য না।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.