আমাদের কথা খুঁজে নিন

   

শুক্কুরবারের ইতিকথা

আমি আমার পৃথিবীর রাজা

যে নগরে কখনও কোনদিন ফুলের দেখা পাই নি, সেই নগরে আজ শীতের উৎসব। তারও কাছে যেখানে আমরা দেখেছি একটি পাখিদের রূপকথার নগর সেখানে মিশে আছে তাবৎ ফুল সৌরভের মেলা; কেবল একা একটি বালকের পিঠে চড়ে নগরের ঘুড়িরা যেখানে উড়ার প্রস্তুতি নেয় তাদের চোখে থাকে আস্ত এক চাঁদের রহস্য; আগুনের পাশাপাশি হেঁটে যেতে থাকলেই কেবল আমরা তার পরিচয় পেতে পারি। কখনও পরিচয় সূত্র বা কোন দূর কোন ইশারায় ভেসে আসে পরীদের মেলা; তারপর আরও আরও সুবেশিদের কাছে আমি ও তাহার নবাগত পরিচয়ে ভাসে মহড়ার চারপাশ। কখনও এরকম কোন শুক্কুরবারের গল্প আমরা তাই তুলে রাখি সকল সন্তাপে। যে নগরে কখনও কোনদিন ফুলের দেখা পাই নি, সেই নগরে আজ শীতের উৎসব। তারও কাছে যেখানে আমরা দেখেছি একটি পাখিদের রূপকথার নগর সেখানে মিশে আছে তাবৎ ফুল সৌরভের মেলা; কেবল একা একটি বালকের পিঠে চড়ে নগরের ঘুড়িরা যেখানে উড়ার প্রস্তুতি নেয় তাদের চোখে থাকে আস্ত এক চাঁদের রহস্য; আগুনের পাশাপাশি হেঁটে যেতে থাকলেই কেবল আমরা তার পরিচয় পেতে পারি। কখনও পরিচয় সূত্র বা কোন দূর কোন ইশারায় ভেসে আসে পরীদের মেলা; তারপর আরও আরও সুবেশিদের কাছে আমি ও তাহার নবাগত পরিচয়ে ভাসে মহড়ার চারপাশ। কখনও এরকম কোন শুক্কুরবারের গল্প আমরা তাই তুলে রাখি সকল সন্তাপে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।