আমাদের কথা খুঁজে নিন

   

শুক্কুরবারের ফুল

রাজা এই ফুলটির বাংলা নামঃ অঞ্জন বৈজ্ঞানিক নাম Memecylon umbellatum এটি Memecylaceae পরিবারের একটি উদ্ভিদ। অন্যান্য নামের মধ্যে Delek air tree, Ironwood tree, Kaya, Mandi, Lakhonde প্রভৃতি উল্লেখযোগ্য। অন্যপ্রজাতি Memecylon edule । এটি একটি খর্বাকৃতির বৃক্ষ। এটি ৮-১৪মিটার পর্যন্ত লম্বা হতে পারে।

এটিতে বছরে একবার বা দুবার চমৎকার নীল রং এর ফুল ফোটে। এর পাতা গনোরিয়ার চিকৎসায় ব্যবহৃত হতো। অন্যান্য আয়ুর্বেদীয় চিকিৎসায় এর ব্যবহার পরিলক্ষিত হয়। বাংলায় এটিকে বলে কসমস বৈজ্ঞানিক নাম Cosmos bipinnatus, সাধারণত এটিকে কসমস বা মেক্সিকান এষ্টার বলে ডাকা হয়। এটি একটি মাঝারী আকৃতির herbaceous উদ্ভিদ।

এটি সাধারণত ২ থেকে ৪ ফুট উচ্চতা বিশিষ্ট হয়। গোলাপী, সাদা, বেগুনী বংএর হয়ে থাকে। পাতার কিনারাগুলি খাজকাটা থাকে। এটি অংকুরোদগমে ৭ থেকে ১০ দিন সময় লাগে এবং তাপমাত্র ২৪°C এবং এটি ফুল দেওয়া শুরু করে ৬০ থেকে ৯০ দিমের মধ্যে। এর উপযুক্ত মাটির pH ৬.০ থেকে ৮.৫ হলে ভাল হয়।

পূর্ণ সূর্যালোকে এবং কিঞ্চিত ছায়াযুক্ত জায়গায়ও জন্মায়। এর সৌন্দর্যে প্রজাপতি ও কীটপতঙ্গকে সহজেই আকৃষ্ট হয়। আরেকটি প্রজাতি হলো বর্ষাতি কসমস এর বৈজ্ঞানিক নাম Cosmos sulphureus। ফুলটির বাংলা নাম - ফুরুস বৈজ্ঞানিক নাম Lagerstroemia indica এটি Lythraceae পরিবারের একটি উদ্ভিদ। অন্যান্য নামের মধ্যে Pride of India or Queen crape myrtle উল্লেখযোগ্য।

ফুরুস Lagerstroemia speciosa চেয়ে আকারে ক্ষুদ্র। বিভিন্ন রং এর দেখতে পাওয়া যায় লাল, বেগুণী, গোলাপী বেশী দেখা যায়। কিছু ঔষধি গুনাগুনও রয়েছে। বাংলায় নাম রক্তদ্রোণ বৈজ্ঞানিক নাম Leonurus japonicus এটি Lamiaceae পরিবারের একটি ‎উদ্ভিদ। অন্যান্য নামের মধ্যে Honeyweed, Chinese Motherwort, Little marijuana ‎উল্লেখযোগ্য।

‎ রক্তদ্রোণ এটি একটি ভেজষ গাছ ও আয়ুর্বেদিক ঔষধ, চাইনীজ ভাষায় Yi-mu-cao নামে পরিচিত। ‎সমস্ত গাছই এন্টিবেক্টেরিয়াল, এন্টিপাজমোডিক, কার্ডিয়াক, ডেপুরেটিভ, ডায়াফোরেটিক, হিপনোটিক, ‎টনিক, স্টিমুল্যান্ট গুনাগুন সমৃদ্ধ। ‎ ছবিগুলি নেট থেকে নেওয়া ফুলটার নাম - কুইন অব সেবা বৈজ্ঞানিক নাম Podranea brycei এটি Bignoniaceae পরিবারের একটি উদ্ভিদ। অন্যান্য নামের মধ্যে Zimbabwe Creeper, Queen of Sheba, Port John’s Creepe উল্লেখযোগ্য। এর আদিনিবাস ধরা হয় দক্ষিন আফ্রিকাকে।

এটি ১৫ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। ছবিগুলি নেট থেকে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।