আমাদের কথা খুঁজে নিন

   

গল্প শুনবেন?

<<মধ্যরাতের হাইওয়ে>>

২০০৯ সালের এক রৌদ্রজ্জ্বল দিন। পেনসেলভেনিয়া এভিনিউ ধরে এক বৃদ্ধ হোয়াইট হাউজের সামনে পাতা একটি বেঞ্চে এসে বসলেন। প্রহরারত এক মেরিন গার্ডকে বললেন, "আমি একটু ভেতরে যেতে চাই। পেসিডেন্ট বুশের সাথে দেখা করতে চাই। " মেরিন ভ্রু কুঁচকে লোকটির দিকে তাকিয়ে বিনয়ের সাথে বলল, "স্যার, বুশ ইজ নো লঙ্গার প্রেসিডেন্ট এন্ড নো লঙ্গার রিসাইড হেয়ার।

" লোকটি "ওকে" বলে চলে গেলেন। পরদিন লোকটি একই সময়ে এসে আবারো মেরিন গার্ডকে ভেতরে ঢুকে বুশের সাথে দেখা করার আগ্রহ ব্যক্ত করলেন। মেরিন উত্তরে বলল, " স্যার, গতকাল আপনাকে যা জবাব দিচ্ছি আজও তাই দিচ্ছি। বুশ ইজ নো লঙ্গার প্রেসিডেন্ট এন্ড নো লঙ্গার রিসাইড হেয়ার। " লোকটি এবারো আগের মত মেরিন কে ধন্যবাদ দিয়ে বিদায় নিলেন।

তৃতীয় দিনেও লোকটি হোয়াইট হাউজের সামনে এসে মেরিনকে বললেন, "আই উড লাইক টু গো ইন এন্ড মিট উইথ প্রসিডেন্ট বুশ। " সঙ্গত কারণেই মেরিন আর রাগ থামাতে পারল না। অগ্নিমূর্তি ধারণ করে বৃদ্ধকে বলল, "স্যার, আজ নিয়ে একাধারে তিনদিন আপনি বুশের সাথে দেখা করতে চাচ্ছেন। আর আমি আপনাকে বারবার একই জবাব দিয়ে যাচ্ছি। আপনি কি আমার কথা বুঝকে পারছেন না? বুড়ো লোকটি এবার সহজভাবে মেরিনের দিকে তাকিয়ে বললেন, "ওহ, আই আন্ডারস্ট্যান্ড।

" বুশ যে, "নো লঙ্গার আওয়ার প্রেসিডেন্ট", কথাটি আমার ভারী পছন্দের। "আই জাস্ট লাভ হিয়ারিং দিস সেনটেন্স। " মেরিনগার্ড সাথে সাথে হাস্সোজ্জ্বল মুখে বৃদ্ধকে স্যালুট ঠুকে বলল, "সি ইউ টুমরো, স্যার" !!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.