পতাকায় ফালগুন মানচিত্রে বসন্ত
ভালোবাসলেই খোঁজ রাখতে হয়
আমিও তাই খোঁজ রাখছি প্রাণান্ত
খোঁজ রাখছি, খোঁজ রাখছি
কখন বাড়ছে আলু-পেয়াজের দাম
তারও চেয়ে বেশি ডুবছি চিনির দ্রবনে
নিরাপদ আমি ক্ষার ও ক্ষারকের ব্যবধানে।
আগামীকাল হরতাল হবে
আমিও নামবো পছন্দের রাস্তায়
কী জন্যে? কী জন্যে? কী জন্যে?
কিছুই জানি না
তবে তোমার জন্য নয় নিশ্চিত।
ভালোবাসলেই খোঁজ রাখতে হয়
আমারও দখলে তাই কমাহীন রাত
ভোরের জন্য শেভিং-ক্রিম, সকালের জন্য টুথপেস্ট
টিস্যুর বক্সের ভাঁজ খুলতে নাক রাখছি ফ্লেভারে
কী জন্যে? কী জন্যে? কী জন্যে?
কিছুই জানি না
তবে তোমার জন্য নয় নিশ্চিত।
ভালোবাসলেই খোঁজ রাখতে হয়
কী জন্যে? কী জন্যে? কী জন্যে?
কিছুই জানি না!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।