ডুবোজ্বর
২৩১০০৯
ভালোবাসলেই জমে যাবে শীতে
কার ছাইদানে জমে উঠে অদগ্ধ সিগারেট
আমিই সেই লুকোনো মুখ
কয়লার ভিতর কী করে বেঁচে আছি
চঞ্চলভোরে নগ্নপর্দা হয়ে বাতাস দোলাই
তারপর জমে থাকি ঘুনসির পাড়ে
আহা কাকাতুয়া হ্রদ
টুথপেস্টের স্বাদে পাল্টে যায় বিভ্রম
পিচ্ছিল টাইল্সে পা ঘষি
সারাঘর লুকোচুরি খেলে পথচারি হয়ে যাই
বাসের দরজার স্ক্রুতে ছিলে যায় ত্বক
পথশেষে ভালোবেসে কঠিন নদী
----------------------
রাত ১০:৫৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।