You can't buy love on eBay.
অনেক দিন ধরেই ইচ্ছা ছিল জেনেভা ঘুরতে যাব কিন্তু সময় আর সুযোগ এক সাথে করতে পারছিলাম না। এম্নিতেই ইউনিভারসিটিতে এত কাজ যে সুযোগ বের করা কঠিন। গত জানুয়ারি মাসে আমার আমার এক বন্ধু ঘেন্ট ইউনিভারসিটি, বেলজিয়াম থেকে এম,এস শেষ করে বৃত্তি নিয়ে জেনেভা ইউনিভারসিটিতে এসেছে পি, এইচ ডি করার জন্য। অনেকটা তার পিরাপিরিতেই অবশেষে এই ভ্রমন, যদিও আমি এই সময়টাতে রিসার্স’ নিয়ে ব্যস্থ ছিলাম। একটা জিনিস বুজলাম যে সময় কোন সমস্যা না এটাকে নিজের করে নিতে হয়।
আমার পরিচিত এক বড় ভাই কে অফার করলাম জেনেভা যাব যাবেন নাকি? সে তো এক কথায় রাজি। কথা হল ওনার গাড়িতেই যাচ্ছি। ওনিতো খুশিতে সেদিনেই নেভীগেটর কিনে নিয়ে আসলেন। আমরা চার জন, বড় ভাই, ভাবী, ওনার মেয়ে আর আমি।
আমরা ইতালীর পিয়াসেন্সা শহর থেকে রওনা হলাম সকাল ৭,০ টায়।
৪০০ কিলোমিটার পথ। পিয়াসেন্সা থেকে আলেসান্দ্রিয়া ও আওস্ট্রা শহর হয়ে এরপর আল্পস পব’ত পার হলেই ফ্রান্স। ফ্রান্সের ভিতর দিয়ে প্রায় ১৫০ কিলোমিটার সঠিক পথ ধরে গেলেই জেনেভা। সুইজারল্যান্ড ছোট দেশ কিন্তু ভাষাগত দিক দিয়া দেশটি তিনটি অঞ্চলে বিভক্ত। ইতালীয় সীমান্ত সংলগ্ন অঞ্চল, জামা’ন অঞ্চল আর ফ্রান্স অঞ্চল।
এই তিনটি অঞ্চলে তিনটি ভাষা প্রচলিত, যথাক্রমে ইতালীয়ান, জামা’ন আর ফ্রেন্স এবং এই তিনটি ভাষাই সুইজারল্যান্ডের রাট্রীয় ভাষা।
ভেলে ডি’ আওস্ট্রা, ইতালীর ছোট একটি স-শাসীত এলাকা এবং পুরু এলাকাই আল্পস পব’তে ঘেরা। যা এলাকাটিকে এক নৈ্সরগিক সুন্দ্র এলাকায় পরিণত করেছ। পাহাড়ের গায়ে ছোট ছোট গ্রামগুলো দেখলে নয়ন জুরিয়ে যায়। এর সৌন্দয’ লিখে প্রকাশ করা সম্ভব নয়।
ভেলে ডি’ আওস্ট্রা থেকে ফ্রান্স ঢোকার পথে অনেক গুলো সুরঙ্গ পথ পারি দিতে হয়। এই সুরঙ্গ পথ গুলোও এক ধরণের বিন্ময়, উপরে প্রায় ৪০০০ মিটার উচু পাথরের পব’ত আর এই পব’ত কেটে এর মধ্য দিয়ে এত সুন্দর রাস্তা এরা কিভাবে বানাল ভাবলে অবাক লাগে। যদিও এই আধুনিক প্রযুক্তির যুগে আমরা প্রতিদিন এরচেয়েও অবাক করা অনেক কিছু ব্যবহার করি মনের অজান্তেই।
সবচেয়ে বড় যে সুরঙ্গ পথটি আমরা অতিক্রম করেছিলাম সেটির দৈঘ্য ১৭ কি,মি,। এটির একপ্রান্ত ইতালীতে আর অপর প্রান্ত ফ্রান্সে এবং এটির ব্যবস্থাপনাও দু’দেশ যৌথ ভাবে করে।
এই সুরঙ্গ পথটি যে পাহাড়ের উপর সেটিকে ইটালীয়ানরা বলে মন্তে বিয়াংকো আর ফরাসীরা বলে মন্তে ব্লংক বা মাউন্ট হোয়াইট। এখানেই আল্পসের সবো’চ্চ শৃঙ্গ অবস্থিত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।