আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টিগুলো পাখীর ডানায়,বাতাস অপেক্ষায়!

মুন রিভার ...
বৃষ্টিগুলো দেয়াল ছুঁয়ে ধোঁয়া হয়ে যায় কৃষ্ণচূড়া বৃষ্টি ভেজে,লাল রঙ মন গাঢ় অঝোর ধারায় বৃষ্টি নামে,অচীন সুদুর মেঘে পাহাড় ও কি উদাস তখন,মনটা উদাস তারও! সকল পাখী গাছের ছায়ায়,একটা ভেজে জলে সেই পাখীটার দৃষ্টি আকুল,সুদুরচারী চোখ আমারও খুব ইচ্ছে করে মেঘমল্লার ছুঁয়ে বৃষ্টি ভেজা সেই পাখীটার সাথে সখ্য হোক! দীঘল কালো চুলের সিথি,বাতাস চৌ্রাসিয়া মুহুর্ত টা যাক ছুঁয়ে যাক গন্ধ সোঁদা মাটি বৃষ্টি ভেজা গাছগুলো সব আনন্দ উত্থান বৃষ্টি ধোঁয়া সবুজ পাতা,বর্ষা অনুভুতি।। বৃষ্টির গান,এবার বৃষ্টি বর্ষা মাদল রাত!.........
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।