আমাদের কথা খুঁজে নিন

   

ফিফা বিশ্বকাপ-২০১০ : ব্রাজিল আজেন্টিনার চমকের দল !



এক মাসও বাকী নেই দ.আফ্রিকা ফিফা বিশ্বকাপ-২০১০-এর জমজমাট আসরের। চলছে দল ঘোষণা। গতকাল সবচেয়ে আকর্ষণীয় দুই দল পেন্টাজয়ী ব্রাজিল আর দু'বারের চ্যাম্পিয়ন আজেন্টিনা দল ঘোষণা করেছে। ব্রাজিলীয় কোচ ডুঙ্গা আর আর্জেন্টাই কোচ ম্যারাডোনা মূলত: এক পথে হেঁছেন। বড়ো বড়ো কিছু মহাতারকাকে তাঁরা দলে রাখেন নি।

ব্রাজিল দলতো মনে হচ্ছে তারকাদের সাথে বিদ্রোহই করেছে। দলে নেই দু'বারের ফিফা বর্ষসেরা রোনালদিনহো। বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরার রোনালদো তো বহু আগে থেকেই কোচ দুঙ্গার দু'চোখের বালি। এখন বয়সও তার পক্ষে নেই। দলে নেই ইউরোপীয় লীগ দাপিয়ে বেড়ানো পাতো।

এসি মিলানের এই মায়েস্ত্রোকেই ধরা হয় রোনালদো আর রোনালদিনহোর যোগ্য ওয়ারিশ। দলে নেই আরেক মহাতারকা আদ্রিয়ানো। সবচেয়ে বড় চমক আক্রমানাত্মক ফুটবলের জন্য খ্যাতিমান ব্রাজিলের ডিফেন্সিভ ঘরানায় চলে যাওয়া। দলে ফরোয়ার্ড মাত্র চারজন। অন্যদিকে ম্যারাডেনাও চমক কম রাখেননি।

ট্রেবল জয়ের সামনে দাঁড়িয়ে থাকা ইন্টারমিলানের দুই কুতুবমিনার জানেত্তি আর ক্যাম্বিয়াসো নেই তাঁর দলে। আলোচিত মিডফিল্ডার পাবলো আইমার নেই দলে। ম্যারাডোনার অবহেলায় অবহেলায় স্বেচ্ছায় অকাল অবসরে চলে গেছেন রিকুয়েলমে। বার্সার ডিফেন্ডার গাব্রিয়েল মিলিতো আর রিয়ালের মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগোও নেই দলে। তবে ম্যারাডোনার দল খেলবে মেসির নেতৃত্বে আক্রমনাত্মক ফুটবল।

দেখা যাক, ম্যারাডোনার এটাকিং দল না ডুঙ্গার ডিফেন্সিভ দল বেশি কার্যকর ? সময়ই তার জবাব দেবে। আমরা অপেক্ষায় থাকবো দুর্দান্ত নয়নমনোহর ফুটবলের। লাতিন ছন্দে তো আমরা চিরদিনের ভক্ত। সবশেষে চোখ বুলিয়ে নিন দুই দলে- ব্রাজিল ( ২৩ জনের চূড়ান্ত দল) গোলকীপার: হুলিও সিজার, হেউরেলহো গোমেস, দোনি। ডিফেন্ডার: মেইকন, দানি আলভেস, জিলবার্তো, মিশের বান্তোস, লুসিও, হুয়ান, লুইজাও, থিয়াগো সিলভা মিডফিল্ডার: জিলবার্তো সিলভা, ফিলিপো মেলো, হোস, ক্লেবারসন, এলানো, রামিরেজ, কাকা, হুলিও বাপ্তিস্তা ফরোয়ার্ড: লুই ফাবিয়ানো, রবিনহো, নিলমার ও গ্রাফিতে।

আর্জেন্টিনা (৩০ জনের প্রাথমিক দল) গোলকীপার: আন্দুজার, ডিয়েগো পোজো, রোমেরা ডিফেন্ডার: নিকোলাস বার্দিসো, কলোচ্চিনি, দেমিকেলিস, আরিয়েল গার্সে, গাব্রিয়েল হেইঞ্জ, হুয়ান ইনসুয়ারালদে, নিকোলাস ওতামেন্দি, ক্লেমিন্তে রুদ্রিগেজ, ওয়াল্টার স্যামুয়েল মিডফিল্ডার: সেবাস্টিয়ান ব্লাঙ্কো, বোলাত্তি, জেসাস দাতোলো, ডি মারিয়া, গুতিয়েরেজ, মাসচেরানো, হুয়ান মার্সিয়ার, হাবিয়ের পাস্তোরে, ম্যাক্সি রুদ্রিগেজ, হোসে সোসা, ভেরন ফরোয়ার্ড: সার্জিয়ো আগুয়েরো, হিগুয়াইন, এজেকুয়েল লাভেজ্জি, লিওনেল মেসি, ডিয়েগো মিলিতো, পালেরমো ও তেভেজ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.