আর্জেন্টিনার প্রাথমিক দল
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আন্দুজার, ডিয়েগো পোজো।
ডিফেন্ডার: নিকোলাস ওটামেন্ডি, মার্টিন ডেমিচেলিস, ওয়াল্টার স্যামুয়েল, গ্যাব্রিয়েল হেইঞ্জ, নিকোলাস বুরদিসো, ক্লেমেন্তে রদ্রিগেজ, হুয়ান ইনসরালদে, আরিয়েল গ্রেস, ফ্যাব্রিসিও কোলোচ্চিনি।
মিডফিল্ডার: হোনাস গুতিয়েরেজ, ম্যাক্সি রদ্রিগেজ, হাভিয়ের মাচেরানো, হুয়ান সেবাস্তিয়ান ভেরন, হোসে সোসা, অ্যাঙ্গেল ডি মারিয়া, হুয়ান মার্সিয়ের, হাভিয়ের পাস্তেরো, মারিও বোলাত্তি, জেসাস দাতোলো, সেবাস্তিয়ান ব্লাঙ্কো।
আক্রমণভাগ: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েইন, মার্টিন পালের্মো, সার্জিও আগুয়েরো, ডিয়েগো মিলিতো, কার্লোস তেভেজ, ইজেকুয়েল লাভেজ্জি।
বাদ পড়েছেন........ইন্টার মিলান অধিনায়ক হ্যাভিয়ের জানেত্তি,
ইন্টারের আরেক তারকা এস্তেবান ক্যাম্বিয়াসো, রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো এবং বার্সেলোনার সেন্ট্রাল ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিলিতো।।।।
তো যাই হোক....আর্জেন্টিনা দলের জন্য শুভকামনা.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।