বাঙালিত্ব
তথ্যপ্রযুক্তির উন্নয়নে কালিয়াকৈরে হাইটেক পার্কে বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। চীন, মালয়েশিয়া, ভিয়েতনামের বিভিন্ন হাইটেক পার্ক এবং ভারতের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য বিনিয়োগকারীদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। বেসরকারি খাতে বিনিয়োগ আকৃষ্ট করতে এসব সুবিধা দেওয়ার বিষয় বিবেচনা করা হচ্ছে।
কমিটিকে বিনিয়োগকারীদের জন্য সম্ভাব্য সুযোগ-সুবিধা, ডেভেলপারদের কর্মপরিধি নির্ধারণ এবং আগামী ১৫ মের মধ্যে খসড়া প্রস্তাব দাখিল করবে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের জন্য হাইটেক পার্ক বিশেষ অবদান রাখতে সক্ষম হবে।
বিশেষজ্ঞরা বলছেন, সরকারিভাবে হাইটেক পার্ক সৃষ্টি করা হলে তার মার্কেটিং অর্থাৎ বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা দুরূহ হবে। অন্য দেশের মতো বেসরকারিভাবে হাইটেক পার্ক পরিচালনা বেশি কার্যকর হবে।
এদিকে, আজ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে এক সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সচিব আবদুর রব হাওলাদার।
জানা যায়, ১৯৯৯ সালে গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।
বড় আকারের বহুজাতিক কোম্পানি বা মূলধনসমৃদ্ধ বিশ্বমানের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে কালিয়াকৈরে ২৩১ দশমিক ৬৮৫ একর জমি অধিগ্রহণ করে হাইটেক পার্কের কাজ শুরু হয়। সরকারের নিজস্ব অর্থায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া ১৬ কোটি ৫৯ লাখ টাকার আরও একটি প্রকল্প প্রক্রিয়াধীন আছে। হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন ২০১০ প্রণয়ন করা হয়েছে। এর আওতায় বিধি প্রণয়নের কাজও চলছে।
বিনিয়োগকারীদের জন্য কী সুযোগ-সুবিধা দেওয়া যায় সেজন্য একটি প্রাথমিক খসড়াও প্রণয়ন করা হয়েছে।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের কার্যনির্বাহী পরিচালক মাহফুজুর রহমানকে প্রধান করে ৯ সদস্যের কমিটিও গঠন করা হয়।
এ ব্যাপারে বেসিসের সভাপতি হাবিবুল্লাহ এন করিম বলেন, হাইটেক পার্কে শুধু জমি এবং অবকাঠামোগত সুবিধা দিলেই চলবে না। ভারতের ব্যাঙ্গালোরসহ অন্যান্য দেশের মতো দক্ষ মানবসম্পদ সৃষ্টির বিষয়ে বেশি জোর দিতে হবে। বিশেষ সুবিধা পেলে বিনিয়োগ সহজে আসবে।
অবশ্য বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) পার্ক ডেভেলপারদের বিশেষ সুবিধা দেওয়ার পক্ষপাতী নয়। তাদের দাবি, পার্ক ডেভেলপারকে কোনো সুবিধা না দিয়ে প্রকৃত বিনিয়োগকারীদের সহায়তা দেওয়া যেতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।