আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে জাতীয়তাবাদী ব্লগারদের আবারো মহা-দুর্দিন।

জেলখানাতে যাওয়া প্রত্যেক বালেগ নর-নারীর জন্য অবশ্যই প্রয়োজনীয়।

বিএনপির বিভাগীয় মহাসমাবেশ যেদিন চট্টগ্রামে শুরু হয়েছিল সেদিন আমার একটা পোস্ট ঘিরে জাতীয়তাবাদী ব্লগারদের ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছিলাম ব্লগে। এরপর ভুদাই, ট্রয়ালাস অফ দ্যা সী, জাতীয়তাবাদী শুভ, সাজিদ ভাই, বিদ্রোহী রনক্লান্ত দাদা সহ আরো অনেক জাতীয়তাবাদী ব্লগার ঐক্যবদ্ধ হয়েছিল ব্লগে বাকশালী ফ্যাসিজম মোকাবেলা করতে। কিন্তু হটাৎ করে অন্যতম জাতীয়তাবাদী নিক ট্রয়ালাস অফ দ্যা সী কে ব্যান, ভুদাইকে ব্লকড, বিদ্রোহী রনক্লান্ত, এবং আমাকে সহ প্রচুর এই মতের নিক জেনারেল করায় ব্লগে সে উৎসাহে ভাটা পড়ে। কিন্তু আমাদের প্রতি কেন এমন রূঢ় দৃষ্টি সবার? আমরা দেশের ভাল চাই সেজন্য? আমরা তরুন প্রজন্ম আওয়ামী ফ্যাসীবাদ আর সন্ত্রাসকে ঘৃনা করে লিখি সেজন্য? আমরা শহীদ জিয়াকে ভালবাসি এজন্য? এতসব অন্যায় অবিচার স্বত্তেও আমরা জাতীয়তাবাদ সম্পকে লিখে যাব, লিখে যাব স্বাধীনতার মহান ঘোষক বাংলাদেশের সর্বকালের জনপ্রিয় নেতা মেজর জিয়াউর রহমানকে নিয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.