আমাদের কথা খুঁজে নিন

   

লাল-সবুজের টানে



আজ কিসের টানে মনটা আমার পাখির মতো মেলছে দুই ডানা ! সে কোন সুদূরে হারিয়ে যাবে তা নেইতো আমার জানা । নীল আকাশ পথে ডানা মেলে সে যে উড়ছে দূর দিগন্ত পানে । নদী-সাগর, পাহাড়-পর্বত পেরিয়ে ছোটছে বুঝি লাল-সবুজের টানে । মাঠের পরে মাঠ সবুজ আর সবুজে ঢাকা ঝিলের জলে শাপলা ফুলের মন ভুলানো হাসি । নদীর জলে পাল তোলা নৌকা চলে- ভরদুপুরে বটের ছায়ায় বাজে রাখালের বাঁশি । কৃষক মাঠে লাঙ্গল চষে ফসল বুনে ঢেঁকির শব্দে কৃষাণী মাতায় পাড়া ! এমন নয়নাভিরাম দৃশ্য কোথায় পাবে, আমার সোনার বাংলাদেশ ছাড়া ? এমন দেশের মাটির টানে যার মনটা থাকে পিছু লয়ে । মায়ের কোলের উষ্ণ ওমে তার জীবনটা যায় ধন্য হয়ে । রচনাকাল : ১২.০৫.২০১০খ্রি.


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।