আমাদের কথা খুঁজে নিন

   

বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতি : সাধারণ সভার কার্যবিবরণী



বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতি স্থাপিত ঃ ১৯৫৭ইং, গভঃ রেজি নং- ৫৮৭/১৯৬৩ইং স্থান ঃ সমিতির অস্থায়ী কার্যালয় সাধারণ সভার কার্যবিবরণী বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সভাপতি জনাব জনাব এ,কে ফজলুল হকের বিশেষ অনুরোধে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য জনাব মিনহাজ উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে সভা শুরু হয়। সভার শুরুতেই সমিতির সাবেক নির্বাহী সদস্য সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হারুর-অর-রশিদের নির্মম হত্যাকান্ডে তীব্র ক্ষোভ প্রকাশ ও নিন্দা জ্ঞাপন করা হয়। সভায় প্রকৃত খূনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করা হয়। সভার নির্ধরিত আলোচ্যসূচীর উপর আলোচনা শুরু হলে সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব নজরুল ইসলাম বর্তমান কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় নতুন কার্যকরী পরিষদ গঠনের প্রস্তাব করেন। সভার সভাপতি জনাব মিনহাজ উদ্দিন মাষ্টার সংগঠনের বৃহত্তর ঐক্যের স্বার্থে নির্বচনের পরিবর্তে সমঝোতার ভিত্তিতে কার্যকরী পরিষদ গঠনের প্রস্তাব করেন।

প্রস্তাবটি সর্ব সম্মতিক্রমে গৃহিত হলে নিম্ন লিখিত পদ সমূহের পাশ্বর্ে উল্লেখিত ব্যক্তিবর্গকে নিয়ে আগামী দুই বছরের জন্য নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়। ক্রমিক নং পদবী নাম, পিতার ও মাতার নাম স্থায়ী ঠিকানা পেশা ০১ সভাপতি এ,কে ফজলুল হক, পিতা- মরহুম বারন বেপারী মাতা- মরহুমা ময়ফুল বিবি গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। চাকুরী ০২ সহ-সভাপতি জহিরুল ইসলাম পিতা- মোহাম্মদ আলী মাষ্টার মাতা- জাহানারা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। চাকুরী ০৩ সাধারণ সম্পাদক হাবিবল্লাহ মিজান পিতা- এ,কে,এম ফজলুল হক মাষ্টার মাতা- সুলতানা রাজিয়া গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। সাংবাদিকতা ০৪ যুগ্ন-সম্পাদক আমিনুল ইসলাম পিতা- মোঃ চাঁন মিয়া মাতা- রেহেনা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ।

ছাত্র ০৫ কোষাধ্যক্ষ মোঃ মোবারক হোসেন পিতা- তোফাজ্জল হোসেন মাতা- মমতাজ বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ব্যবসা ০৬ সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান পিতা- আব্দুল আজিজ মাতা- নূরজাহান বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। চাকুরী ০৭ সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম কাদের সেলিম পিতা- এ,কে ফজলুল হক মাতা- সেলিনা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ছাত্র ০৮ মহিলা সম্পাদিকা আফরোজা আক্তার পিতা- মরহুম আবু হোসেন মাতা- রওশন আরা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। গৃহিণী ০৯ প্রচার সম্পাদক বজলুর রহমান পিতা- মোগর আলী মাতা- রাবেয়া খাতুন গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ।

ব্যবসা ১০ সহ-প্রচার সম্পাদক মিজানুর রহমান উজির পিতা- মঙ্গল আলী মাতা- জরিনা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ব্যবসা ১১ সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল আহাদ মলি্লক পিতা- খোরশেদ মাষ্টার মাতা- সাজেদা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ব্যবসা ১২ সহ-সমাজ কল্যাণ সম্পাদক কামরুল ইসলাম পিতা- আব্দুর রহমান মাতা- শিল্পী আক্তার গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ছাত্র ১৩ ক্রীড়া সম্পাদক সোহরাব হোসেন পিতা- আলহাজ উদ্দিন মাতা- সুরিয়া খাতুন গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ছাত্র ১৪ সহ-ক্রীড়া সম্পাদক ওমর ফারুক জয় পিতা- নজরুল ইসলাম মাতা- নাজমা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ।

ছাত্র ১৫ দপ্তর সম্পাদক আব্দুল বারেক পিতা- মরহুম আফাজ উদ্দিন মাতা- শহর বানু গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। কৃষি ১৬ সহ-দপ্তর সম্পাদক আলী আকবর পিতা- হোসেন আলী মাতা- খুশিমন বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। কৃষি ১৭ নাট্য সম্পাদক সেলিম হোসেন মিলন পিতা- মরহুম সফি উদ্দিন মাতা- জয়মালা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ব্যবসা ১৮ সহ-নাট্য সম্পাদক তোফাজ্জল হোসেন পিতা- আব্দুল লতিফ মাতা- খোদেজা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। চারুরী ১৯ সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক রাজু হাসান পিতা- আব্দুর রহমান মাতা- ফিরোজা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ।

ছাত্র ২০ সহ-সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক শরিফুল ইসলাম পিতা- আবদুল্লা আল মামুন মাতা- কেয়া বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ছাত্র ২১ ধর্ম বিষয়ক সম্পাদক আজাহারুল ইসলাম পিতা- মরহুম আলী হোসেন মাতা- রহিমা বেগম গ্রাম- বাছট, ডাকঘর- সাটুরিয়া, উপজেলা- সাটুরিয়া জেলা- মানিকগঞ্জ। ছাত্র নির্বাহী সদস্য মন্ডলী ১। মিনহাজ উদ্দিন মাষ্টার ২। নজরুল ইসলাম ৩।

মোহাম্মদ আলী মাষ্টার ৪। তোফাজ্জল হোসেন ৫। আব্দুর রহমান প্রধান উপদেষ্টা এ,কে,এম ফজলুল হক মাষ্টার। প্রধান পৃষ্ঠপোষক আব্দুর রশিদ বি,এস,সি দুই নং আলোচ্য সূচীর উপর আলোচনা শুরু হলে সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ও সভাপতি জনাব এ,কে ফজলুল হক সদস্যদের মাসিক চাঁদা দুই টাকার পরিবর্তে দশ টাকা করার প্রস্তাব করেন এবং সেটি সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়। সভার আর কোন গুরুত্বপূর্ণ আলোচন্য বিষয় না থাকায় অদ্যকার সভার সভাপতি জনাব মিনহাজ উদ্দিন মাষ্টার সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

মিনহাজ উদ্দিন মাষ্টার সভাপতি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.